নতুন নিয়োগ না দিতে অস্থায়ী নিষেধাজ্ঞা

মোবারকগঞ্জ সুগার মিলের ১২০ শ্রমিকের চাকরি বহাল

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
মোবারকগঞ্জ সুগার মিলের চুক্তিভিত্তিক অস্থায়ী মৌসুমি শ্রমিকদের কাজে যোগ দিতে না দেওয়ার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে ঝিনাইদহ আদালতের সিনিয়র সহকারী জজ আমাতুল মোরশেদা। একই রায়ে ওইসব পদে নতুন করে শ্রমিক নিয়োগ না দিতে বলা হয়েছে। ১৪ জানুয়ারি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে এ রায় দেন ঝিনাইদহ সিনিয়র সহকারী জজের আদালত। মামলায় উলেস্নখ করা হয়েছে, চলতি ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ১২০ অস্থায়ী মৌসুমি শ্রমিককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। যাদের ২০২৩ সালের ১২ ডিসেম্বর কাজ নাই মজুরি নাই ভিত্তিতে নিয়োগ করা হয়। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বৈরাচারের দোসর অভিযোগে চলতি মাড়াই মৌসুমে তাদের কাজে যোগ দিতে দেওয়া হয়নি। ফলে কাজে যোগ দিতে না পারা শ্রমিকরা আদালতের শরনাপন্ন হন। মামলার রায়ে উলেস্নখ করা হয়েছে, নিয়োগকৃত ১২০ জন শ্রমিক এখনো বহাল রয়েছে। ফলে ওই সব পদে নতুন করে আর কোন শ্রমিক নিয়োগ দিতে পারবে না বলেও আদেশে উলেস্নখ করা হয়েছে। এর আগে ১ জানুয়ারি একই আদালতে মামলাটি করেন মৌসুমি শ্রমিক হাবিবুর রহমানসহ ৫ শ্রমিক। এ মামলায় বিবাদি করা হয়েছে মিলের ব্যবস্থাপনা পরিচাল সাইফুল ইসলামসহ চার মহাব্যবস্থাপক (প্রশাসক, কৃষি, অর্থ এবং কারখানা) কে। মামলায় এসব শ্রমিকের চলতি মৌসুমের বেতন বাবদ ২৩ লাখ টাকা দাবি করা হয়েছে। মামলার আইনজীবী আবু রওশন রিপন জানান, ১ জানুয়ারি মৌসুমি শ্রমিক হাবিবুর রহমান দং মামলাটি করেন। এরপর আদালত শুনানি শেষে তাদের চাকুরী বহাল রেখে নতুন নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। এখন বিষয়টি নিয়ে আদালতের চুড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, মামলার একটি কপি আমাদের হাতে এসেছে। এখন আমাদের আইনজীবির মাধ্যমে আদালতে কাগজপত্র সাবমিট করা হবে। যেহেতে এটা আইনি বিষয় তাই বিষয়টি নিয়ে এখনই কথা বলা উচিৎ হবে না বলে যোগ করেন এ ব্যবস্থাপনা পরিচালক।