মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদসহ বিভিন্ন বিষয়ে তিন জেলায় মানববন্ধন

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরের কোনাবাড়ীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে থানা বিএনপির বিক্ষোভ মিছিল -যাযাদি
তিন জেলায় বিভিন্ন বিষয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, বগুড়ার দুপচাঁচিয়ায় পিএফজির এবং চট্টগ্রামের সন্দ্বীপে ইউএনও'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী মেট্রোথানা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে কোনাবাড়ী থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাইদুল রহমান মান্নান বলেন, 'আমাদের কোনাবাড়ী থানায় কোন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোন জায়গা হবে না, আমরা কোনাবাড়ী মেট্রোথানাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত হিসাবে গড়ে তুলতে চাই। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড, ফজলল হক, সাবেক সহ-সভাপতি ৯নং ওয়ার্ড আবুল কালাম আজাদ, সদস্য ৯নং ওয়ার্ড আব্দুল লতিফ, সদস্য ৯নং ওয়ার্ড, আউয়াল মিয়া, সদস্য ৯নং ওয়ার্ড, মোফাজ্জল হোসেন, সদস্য ৯নং ওয়ার্ড শাহ মোয়াজ্জেম। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, সহিংসতামুক্ত সম্প্রীতির দুপচাঁচিয়া গঠনের লক্ষ্যে পিস ফ্যাসিলিটিটর গ্রম্নপ (পিএফজি) এর আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সুজনের সভাপতি ও পিএফজির সদস্য সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, পিএফজির এ্যাম্বাসিডর আবুল বাশার, একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সমন্বয়কারী সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সুজনের সম্পাদক আনোয়ারুল আজাদ লিটন, পিএফজির সদস্য অসীম কুমার দাস, মনোয়ারা বেগম, গোলাম ফারুক, মোছাব্বর হাসান মুসা, ইউনুছ আলী মহলদার মানিক, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এরশাদ মহলদার, দি হাঙ্গার প্রজেক্টর বাংলাদেশ ফিল্ড কো-অর্ডিনেটর রোকুনুজ্জামান আহম্মেদ,ওয়াইপিএজি সমন্বয়কারী সাদমান হাফিজ প্রমুখ। সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার বিরুদ্ধে ভূইফোর সংবাদকর্মী নামধারীদের ভূইফোর অনলাইন পোর্টালে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে সন্দ্বীপের ১২টি সামাজিক সংগঠন। শনিবার উপজেলা পরিষদে সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সন্দ্বীপ ফ্যাসিবাদ বিরোধী ফোরামের সমন্বয় আশ্রাফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের ও সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন জনি, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সহ সভাপতি মাস্টার মাইনউদ্দীন, মুছাপুর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কোব্বাদ মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হেসেন মুকুল, সন্দ্বীপ ইমাম খতিব মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম, পৌর ৮নং ওয়ার্ড ছাত্রদল নেতা রায়হান প্রমুখ।