তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে বিশেষ পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান -যাযাদি
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গত শুক্রবার শহরের চৌরঙ্গি মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
১৫০জন পরিচ্ছন্নতাকর্মী নিয়ে শুরু হওয়া এ অভিযানে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে। এরআগে শহরে একটি শোভাযাত্রা বের হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন জন অংশগ্রহণ করেন।
নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যের অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।