নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নোয়াদিয়া বাজার ও রেন্ট্রিতলা বাজারের মধ্যবর্তী স্থানে গত শুক্রবার মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা রাস্তায় চলাচলরত যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ১০ থেকে ১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রসহ আক্রমণ চালায়। তারা প্রায় ১০-১৫টি ট্রাক, ৩-৪টি সিএনজি এবং ২-৩টি মোটর সাইকেল থামিয়ে ডাকাতি করে। এ সময় ডাকাতদের আক্রমণে ৩-৪ জন যাত্রী রক্তাক্ত জখম হয়। আহতদের মধ্যে একজনের বাড়ি কিশোরগঞ্জ, অন্যজনের বাড়ি নোয়াদিয়া-বালিজুড়া এবং তৃতীয় একজনের বাড়ি রাজীবপুর গ্রামে বলে জানা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন্দুয়া থানা পুলিশ এ ডাকাতির ঘটনাটি খতিয়ে দেখছে।