'৩১ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে'
প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। তিনি গত শুক্রবার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ লক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম সবুজ। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বি এন পি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা ুকর্মী সভায় উপস্থিত ছিলেন।