বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চাটখিলে বিএনপির মতবিনিময় সভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
চাটখিলে বিএনপির মতবিনিময় সভা

নোয়াখালীর চাটখিলে বিভিন্ন এলাকায় মতবিনিময় করেছেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন কামরান। গত শুক্রবার দিনব্যাপী চাটখিলের বিভিন্ন এলাকা গনসংযোগ শেষে চাটখিল আজিজ সুপার মার্কেটের সামনে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী।

গণসংযোগ চলাকালে সালাহউদ্দিন কামরান জনগণের উদ্দেশে বলেন, বিগত সময় তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় চাটখিলের উন্নয়ন করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। ফের সংসদ সদস্য নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ি আসনে একটি আধুনিক ও মডেল এলাকায় হিসেবে রূপান্তর করা হবে।

1

গণসংযোগ শেষে মতবিনিময় করেন। মতবিনিব সভায় উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ন আহ্‌বায়ক সুলতান বাবর, শ্রমিকদল নেতা হাজ্বী মাসুদ, বেলায়েত হোসেন, সাবেক যুবদলের সদস্য কামরুল ইসলাম, যুবদলের সদস্য মামুন চৌধুরী, বিএনপি নেতা মনির হোসেন, মঞ্জুর হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে