আটঘরিয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে মারধর, থানায় অভিযোগ

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পরপর দুই দিনে আটঘরিয়া উপজেলার ২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে লাঞ্ছিত, মারধর ও অপমানিত করা হয়েছে বলে জানা গেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান হলো আটঘরিয়া সরকারি কলেজের শিক্ষক মজনুর রহমান, রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক জামাল উদ্দিন। এ সব ঘটনায় ২৫ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মারধরে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বুধবার আটঘরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মজনুর রহমান যখন ক্লাস নিচ্ছিলেন তখন পাশের রুমে জন্মদিন উপলক্ষে মুন্নাসহ তার কিছু বন্ধু কেক কাটা নিয়ে হৈচৈ করছিল। এ সময় শিক্ষক মজনুর রহমান ওই শিক্ষার্থীদের হৈচৈ করতে নিষেধ করলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। মজনুর রহমান বাড়ি ফেরার পথে কলেজ রোডের টিনশেড ঘরের কাছে ওই শিক্ষার্থীরা তার পথ রোধ করে। এর পর তাকে বেদম মারপিট, অপমানিত ও লাঞ্ছিত করে ফেলে রেখে যায়। শিক্ষকের চিৎকারে কলেজের অন্য শিক্ষক ও ছাত্ররা এসে গুরুতর আহত মজনুকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বাদী হয়ে ৫-৬ জনের নামে আটঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। থানার ওসি শফিকুজ্জামান সরকার অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। অন্যদিকে গত বৃহস্পতিবার উপজেলার রোকনপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে শাহীন ও তার ২০-৩০ জন সমর্থক মাদ্রাসা সুপার জামালের উপর চড়াও হয়। কথা না শুনলে কাউকে চাকরি করতে দেবে না, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগে জানা গেছে। এ ব্যাপারে আটঘরিয়া থানায় প্রায় ২০-২৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।