নওগাঁর আত্রাইয়ে চা পানকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় মির্জাপুর এলাকার কয়েকজন যুবক চা পান করতে যান। সেখানে তারা ডলারের স্টলে চান পান করার এক পর্যায় স্টল মালিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। লোকজন জমায়েত হলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এদিকে ওই সময় শাহাগোলা ওয়ার্ড বিএনপির এক সভা চলছিল রেলওয়ে পস্নাটফর্ম সংলগ্ন ক্লাব মাঠে। মুহুর্তের মধ্যে এ মারামারি ছড়িয়ে পড়ে ওই সভাস্থল পর্যন্ত। এতে করে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এদিকে শনিবার সকালে মির্জাপুর থেকে বেশ কিছু লোকজন শাহাগোলা গিয়ে দোকানপাট ভাঙচুর শুরু করলে শাহাগলো গ্রামবাসীর সঙ্গে ফের মারামারি হয়। এ ঘটনায় শাহাগোলা গ্রামের ডলার মাহমুদ (২৮), আজিজুল (৩৬), রমজান (৩০) কালাম (৩২), মির্জাপুর গ্রামের আরিফ (২৭), জাতপাড়া গ্রামের আলাউদ্দিন আলা (৫৫),পূর্বমিরাপুর গ্রামের নসিবসহ (৩০) দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শাহাগোলা এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকাল থেকেই বাজারের দোকানপাট বন্ধ রয়েছে।
আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, সেখানে একটি মারামারির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।