বোচাগঞ্জে বীজ ভান্ডারের প্রতারণায় পথে বসেছেন ২০ আলু চাষি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে বীজ ভান্ডারের প্রতারণায় কোটি টাকার লোকসান মাথায় নিয়ে পথে বসেছেন ২০ তরুণ আলুচাষি। জেলার আল মদিনা বীজ ভান্ডারের স্বত্ত্বাধীকারী আব্দুল হাকিম ও বোচাগঞ্জ উপজেলার মুড়িয়ালা গ্রামের আবুল কাসেমের ছেলে কামরুজ্জামান সোহেলের প্রতারণায় এ লোকসান হয়েছে বলে ওই ২০জন যুবক অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগে জানা গেছে, লেখাপড়া করে চাকরি না পেয়ে লাভের আশায় গরু, ছাগল বিক্রি করেন। এবং এনজিও থেকে লোন নিয়ে সেতাবগঞ্জ চিনিকলের ৩৫একর জমি লিজ নেন তারা। সেই জমিতে আলুর আবাদ শুরু করেছিলেন বড় সুলতানপুর গ্রামের মো. দুলাল, সোহেল, মো. রবিউল, বিপস্নব রানা, আনোয়ার হোসেন, আশিক ইসলাম, রেজাউল করিম, মো. বসির, তমিজুল ইসলামসহ প্রায় ২০জন শিক্ষিত যুবক। সেই সুবাদে আল মদিনা বীজ ভান্ডারের স্বত্ত্বাধীকারী আব্দুল হাকিম ও বোচাগঞ্জের সোহেল কৃষকদের সঙ্গে যোগাযোগ করে বলেন, তাদের কাছে ভালো মানের 'সাগিদা' আলু বীজ আছে। এই বীজ রোপণ করলে ৫০ দিনের মধ্যে ফলন ঘরে তুলতে পারবেন এবং অনেক লাভবান হবেন। সরল বিশ্বাসে সবাই তার তাদের কাছ থেকে প্রতি কেজি ৫৬-৬০ টাকা দরে ১৭ লাখ টাকার ৩০ টণ আলুর বীজ কিনে রোপণ করেন। রোপণের বেশ কিছু দিন পার হওয়ার পরও জমিতে গাছ না গজানোর ফলে কৃষকরা হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে তারা অভিজ্ঞ কৃষক ও কৃষিকর্মীর কাছে জানতে পারেন তাদের বিভিন্ন জাতের এবং খাওয়ার বিজ সরবরাহ করা হয়েছে। যে কারণে সঠিকভাবে গাছ গজাচ্ছে না। তারা প্রতারণার শিকার হয়েছেন। জমিতে কিছু গাছ গজলেও তাতে আশুনুরূপ ফলন হয়নি। যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার অর্ধেকও ফলন থেকে আসেনি। ক্ষতিগ্রস্ত কৃষকরা আল মদিনা বীজ ভান্ডারের স্বত্ত্বাধীকারী আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি কৃষকদের কথার কোন কর্ণপাত করছেন না। কৃষকরা নিরুপায় হয়ে ক্ষতিপুরণ পাওয়ার আশায় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা জানান, উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের কৃষকদের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তারা দেখতে পান সেখানে বিভিন্ন জাতের আলু বীজ রোপণ করা হয়েছিল। বীজের মানও ভালোপ ছিল না। যে কারণে ফলন কম হয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ দিকে উপজেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বোচাগঞ্জের কৃষক সমাজের প্রত্যাশা দ্রম্নত তদন্ত সাপেক্ষে আল মদিনা বীজ ভান্ডারের স্বত্ত্বাধীকারী আব্দুল হাকিম ও সোহেলকে আইনের আওতায় এনে কৃষকের ক্ষতিপূরণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।