হাসান আরিফের কীর্তি ইতিহাসে লেখা থাকবে মেয়র শাহাদাত

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
'হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী। আমার মেয়র হওয়ার পথে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তিনি। প্রধান উপদেষ্টা থেকে আদালত পর্যন্ত সব জায়গায় তিনি আমার হয়ে লড়েছেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বাংলাদেশের ইতিহাসের পাতায় তার কীর্তি লেখা থাকবে।' শনিবার বাঁশখালী গার্লস কলেজ মাঠে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খাঁন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি সদ্যপ্রয়াত এ এফ হাসান আরিফের স্মরণ সভায় স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন। খাঁন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, মরহুম হাসান আরিফের পুত্র অ্যাডভোকেট মোয়াজ আরিফ, ইউএনও জমশেদুল আলম, এসিল্যান্ড জসিম উদ্দিন, ওসি সাইফুল ইসলাম, ইউএসটিসির সাবেক ভিসি ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. মেজবাউল হক, দক্ষিণ জেলা বিএনপি নেতা শাখাওয়াত জামাল দুলাল প্রমুখ।