রাস্তা নির্মাণের ১৫ দিন যেতে না যেতেই ফাটল

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুরের গান্ধাইলে ঠিকাদারের বিরুদ্ধে মাটি না দিয়ে চটের বস্তায় বালি ভরে রাস্তার সোল্ডার বানিয়ে ও প্রয়োজনীয় কম্পেকশন ছাড়াই কার্পেটিং কাজ করার অভিযোগ উঠেছে। এর ফলে নির্মাণের ১৫ দিন যেতে না যেতেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ঝড়-বৃষ্টি না থাকলেও রাস্তা নির্মাণের মাত্র ১৫ দিনের মধ্যে ফাটল দেখা দেওয়ায় রাস্তার স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গান্ধাইল উত্তর পাড়ার পাকা রাস্তা হতে বরইতলা স্মৃতিসৌধ পর্যন্ত শুরুতে ৪শ' মিটার কর্পেটিং কাজটির জন্য প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ হয়। আলী আসলাম এন্টার প্রাইজ নামের একটি ঠীকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছিল। এলাকাবাসীর অভিযোগ দির্ঘদিন রাস্তাটি ফেলে রেখে গত ৪ জানুয়ারি ঠিকাদার প্রয়োজনীয় কম্পেশন ও রাস্তার সোল্ডার ব্যাতিরেখে রাস্তাটির কার্পেটিং করে। এ বিষয়ে কাজিপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী জানান, ঠিকাদার পরে রাস্তার সোল্ডার করে দেবেন বলে জানিয়েছেন।