সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

প্রতিনিধি
কৃষি কার্যক্রম পরিদর্শন \হপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী। তিনি সরেজমিনে কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক হামিদুর রহমান, জেলার উপ পরিচালক মো. নূরুজ্জামান, আবু রেজা মো. আসাদুজ্জামান, প্রকল্প পরিচালক, দিনাজপুর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, রাকিবুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বার্ষিক পরিকল্পনা ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল। শনিবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দারুল উলুম টগাড়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা হারুন রশিদ। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। চেক বিতরণ \হসাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়ায় মাস্টার ইছহাক ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজলনগর গ্রামের সুবিধাবঞ্চিত মানুষ ও কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এ অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শেফায়েত উলস্নাহ চক্ষু মিয়া। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মরজান বেগম, জহিরুল ইসলাম, উপদেষ্টা হোসেন সিকদার, নির্বাহী সদস্য মো. ছগির, টেন স্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান প্রমুখ। কম্বল বিতরণ \হসেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে গরীব অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা। শনিবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংস্থার পরিচালক সহিদ উল্যাহ মিন্টুর সভাপতিত্বে ও পরিচালক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক। বক্তব্য রাখেন সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যাহ, মায়া প্রাইভেট হাসপাতালের পরিচালক আলা উদ্দিন আলো, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মোজাম্মেল হক। শীতবস্ত্র উপহার \হচন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার বরকল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিনের সঞ্চালনায় ও ইউনিয়ন সভাপতি ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শেভরন আই হাসপাতালের ডিরেক্টর, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা.শাহাদাত হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল মান্নান প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি চট্রগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল গত শুক্রবার রাতে নিজ এলাকা কুমিলস্নার চৌদ্দগ্রামে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন। গুনবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হোসেন পন্ডিতের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ফিরোজ, কুমিলস্না দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, কুমিলস্না দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গাজী কবির হোসেন, চৌদ্দগ্রাম যুবদলের সাবেক সদস্য সচিব খোরশেদ কবির শিপন প্রমুখ। দ্বি-বার্ষিক সম্মেলন \হবাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন গন্ডামারা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা নতুন বাজার জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা মোস্তফা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোক্তার হোসাইন সিকদার। মাদকদ্রব্য ধ্বংস ম হবিগঞ্জ প্রতিনিধি ৭ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। শনিবার সকালে শহরের ধুলিয়াখাল এলাকায় বিজিবি ক্যাম্পে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ফকরুল ইসলামের সভাপতিত্বে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান। এর পর ২ হাজার ৮৮১ পিস ইয়াবা, ৩ হাজার ৪৮৮ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৮৫ ক্যান বিয়ার, ৯ হাজার ৭৭৫ কেজিসহ অনেক দেশি বিদেশিমদ রোলার দিয়ে ধ্বংস করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সংবর্ধনা ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসে পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের কৃতি শিক্ষাথঅীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক ওসমান গণির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ গার্লস কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক সাহিদুর রহমান সাহিদ, পেরুজল ইসলামিক স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিকদার, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, পরিচালক মো. তৈয়ব আলী, আব্দুর রহিম, ছাইদুল ভূঁইয়া প্রমুখ। পুষ্টি বিষয়ক সভা ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের কচুয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক' স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার হাজেরা খাতুন হেলথ্‌ কেয়ার লিমিটেডের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালক রাহাতুল ইসলাম শাকিলের সঞ্চালনায় হাজেরা খাতুন হেলথ্‌ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান স্বপন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি শংকর পাইক, কচুয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা প্রতাপ রায় প্রমুখ। মেডিকেল ক্যাম্প ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্য ওষুধ সরবরাহ করা হয়। পিঠা উৎসব ম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় চত্বরে উৎসবের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক মহাসিন আলীর সঞ্চালনায় বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আবু রিয়াদ, এসিল্যান্ড মিঠুন মৈত্র, উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান (বাটু), জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান প্রমুখ। হাসপাতাল উদ্বোধন ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জে কমিউনিটিভিত্তিক ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা সদরের খোদাইভিটাস্থ হাসপাতাল কার্যালয়ে মনোহরগঞ্জ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু, জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফয়েজ আহমেদ, অ্যাসোসিয়েশনের প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কুমিলস্না বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড. শফিকুল ইসলাম। আলোচনা সভা ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি শিবালয়ে বিএনপির আলোচনা সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিএনপি নেতা মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, উলাইল ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা যুব দলের আহবায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিখিল মালো, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক বিকাশ দাস প্রমুখ। শ্রমিক সম্মেলন ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের কার্ড বিতরণ উপলক্ষে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে উপজেলা নির্মাণ শ্রমিক সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আল ইমরান, রাজারহাট থানার ওসি আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী প্রমুখ। কম্বল বিতরণ ম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর জলঢাকায় এসএসসি ১৯৯৫ ব্যাচ বন্ধুদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন 'বন্ধু মহল/৯৫' ফাউন্ডেশন। এর উদ্যোগে দেড় শত অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের কম্বল তুলে দেন সংগঠনটির পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা পরিচালক সায়েদুজ্জামান সাইদ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের পরিচালক নীলাম্বর রায়, সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবুসহ বন্ধু স্টালিন, নুর আমীন, মিজু প্রমুখ। বিশ্রামাগার উদ্বোধন ম তালতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড়ে সমুদ্র উপকূলে নির্বিঘ্নে মাছ ধরা ট্রলার চলাচল করতে লাইট হাউজ ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যার তিন নদীর মোহনায় এ লাইট হাউজ ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করেন ইউএনও উম্মে সালমা। প্রকল্পটি আর্থিক সহযোগিতা করেন দি শেয়ার ট্রাস্ট ও টেকনিক্যাল সহযোগিতায় স্টার্ট ফান্ড বাংলাদেশ। জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও) নির্বাহী পরিচালক মংচিন থান, ওয়াটারকিপার বাংলাদেশ তালতলী-আমতলীর সমন্বয়ক আরিফুর রহমান, তালতলী প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি,পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সভাপতি শাহাজান শেখসহ জেলে ও বিভিন্ন পেশাজীবী মানুষ। কমিটি গঠন ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি উখিয়া অটোরিকশা ফোর স্ট্রোক সিএনজি শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১২ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিতরা হলেন- সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোহাম্মদ আলম, সম্পাদক সৈয়দ নূর, কোষাধ্যক্ষ শাহজাহান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে রমজান আলী, মোহাম্মদ ইসমাঈল, রহিম আলী, চেহের আলী, আবুল আলা, জসীম উদ্দীন রেজাউল করিম ও মোহাম্মদ আলম। সমিতির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আহসান উলস্নাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সিকদার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুওয়ানুর রহমান। কম্বল বিতরণ ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুলস্নাহের উদ্যোগে ও শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার কম্বল বিতরণ করা হয়। শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ইকবাল, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, উপাচার্যের একান্ত সচিব আমিনুল আকতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক জসিম উদ্দীন, সফিউল করীম, মুসলেহ উদ্দীন, নজরুল ইসলাম প্রমুখ। লিফলেট বিতরণ ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নে শনিবার ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ্‌ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্‌বায়ক রনি ভূইয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব উদ্দিন সোহরাব প্রমুখ।