বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর মিলনমেলা

মকবুল হোসেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর মিলনমেলা
নারায়ণগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর একাংশ। ছবিটি শনিবার তোলা -যাযাদি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের সাপ্তাহিক ছুটির দিনে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মেলা প্রাঙ্গণ। মেলায় বিগত ছুটির দিনগুলোতে ক্রেতা দর্শনার্থী কম থাকলেও শনিবার মেলায় উপচে পড়া ভিড় দেখা গেছে। গত দিনগুলোতে দর্শনার্থীরা পণ্য না কিনলেও এখন সবাই পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন দেশি-বিদেশী বিভিন্ন স্টল প্যাভিলিয়নে। যেমন বেড়েছে ক্রেতা-দর্শনার্থী তেমনি বেড়েছে পণ্যের বেচাকিনিও। এতে খুশি বিক্রেতারা।

মেলা ঘুরে দেখা গেছে, শনিবার সকাল ১০ টার পর থেকে ক্রেতা-দর্শনার্থীদের আগমন শুরু হয়। বিকেলে মেলা প্রাঙ্গণে দর্শনার্থী-ক্রেতায় কানায়-কানায় পূর্ণতা পায়। মেলায় অনলাইনে টিকেট কেনার ব্যবস্থা থাকায় দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যেই মেলায় প্রবেশ করতে পেরেছেন।

1

মেলায় বিভিন্ন দেশি, বিদেশি ব্র্যান্ডের গৃহস্থালি সামগ্রী, প্রসাধনী, ইলেকট্রনিক্স, ফার্নিচারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করেছেন ব্যবসায়ীরা। পণ্যের মূল্য কয়েকগুণ বেশি ট্যাগ লাগিয়ে বিক্রি হচ্ছে। যে পণ্য বাইরে ৫শ' টাকায় পাওয়া যায়- সেই পণ্য মেলার ভেতরে ১২শ' থেকে ১৫শ' টাকা বিক্রি হচ্ছে। তবে পণ্যে বেশি দামের টেক লাগিয়ে ৫০ ভাগ পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে। তাতে লাভ-লোকসানের হিসেব সমানে সমান।

মেলায় শিশুদের জন্য শিশুপার্ক, স্স্নিপার, নাগরদোলা, ওয়ারবল ও মিনি ট্রেনসহ রাইডগুলো ছিল আকর্ষণীয়। তবে এ রাইডের টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি হওয়ায় অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন।

দিলিস্ন এ্যালুমিনিয়ামের বিক্রেতা বলেন, মেলায় অনেক দর্শনার্থীর সমাগম হয়েছে। দর্শনার্থীরা স্টলে প্রবেশ করে সাংসারিক কাজে ব্যবহৃত রাইচকুকার, প্রেসারকুকার, মাইক্রোওভেন, ইন্ডাকশন চুলা,ফ্রাইপ্যানসহ ৫০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে অ্যালুমিনিয়াম ও লোহার তৈরি সংসারের প্রয়োজনীয় সব পণ্য ক্রয় করছেন। এদের মধ্যে রাইচকুকার ও প্রেসারকুকারের চাহিদাটা একটু বেশি।

ইরানি কার্পেট বিক্রেতা ইমরান হোসেন বলেন, আমাদের ইরানি স্টলে বিভিন্ন সাইজের ওয়ালম্যাট, জায়নামাজ, কার্পেট, পাপোশ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে