বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ভোজ্যতেল পরিশোধন কারখানা পরিদর্শন

  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ভোজ্যতেল পরিশোধন কারখানা পরিদর্শন
ভোজ্যতেল পরিশোধন কারখানা পরিদর্শন

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে শনিবার সিটি গ্রম্নপ-এর ভোজ্যতেল পরিশোধন কারখানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জে তাদের উৎপাদন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করা হয় এবং সিটি গ্রম্নপের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়। পরিদর্শনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সিটি গ্রম্নপের জিএম (এডমিন এন্ড অপারেশন) এম এ জলিল, জি এম আব্দুল লতিফ চৌধুরী, ডাইরেক্টর, বিশ্বজিৎ সাহা, অ্যাডভাইজার, অমিতাভ চক্রবর্তী ও ডাইরেক্টর (টেকনিক্যাল) সাইদ রফিকুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ এডিবল অয়েল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ কারখানায় গিয়ে উর্ধ্বতন কর্মকর্তার কাউকে না পেয়ে পরিদর্শন করা সম্ভব হয় নি। আর যানজটের কারনে শবনম ভেজিটেবল অয়েল (টি কে গ্রম্নপ) পরিদর্শন করা সম্ভব হয় নি।

1

অপরদিকে অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এবং পরিচালক (অভিযোগ এ তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম মহোদয় কর্তৃক মেঘনা ভেজিটেবল অয়েল পরিদর্শন করা হয়।

পরিদর্শনকৃত সিটি গ্রম্নপ এর নিকট হতে বিগত এক মাসের ভোজ্যতেল আমদানী ও উৎপাদন তথ্য সংগ্রহ করা হয়। তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সিটি গ্রম্নপ ১৮.০১.২৫ তারিখ পর্যন্ত মোট ১১,৯৩৮ টন পাম অয়েল আমদানী, ১২২৭২ টন উৎপাদন ও ১১১১২ টন ডেলিভারী করেছে। একই সময়ে মোট ২০০২৫ টন সয়াবিন তেল আমদানী, ৩৩৪৫২ টন উৎপাদন ও ২৯৪১৫ টন ডেলিভারী করেছে। ০১.০১.২৫ তারিখ হতে ১৭.০১.২৫ তারিখ পর্যন্ত মোট ১৭১৮০ টন সয়াবিন তেল ও ৩৭৯৬ টন পাম তেল ডেলিভারি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে