৪ দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভার শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জুরি বৃদ্ধি ও চাকরি মাস্টাররুল করাসহ ৪ দফা দাবিতে পৌরসভার শ্রমিকদের মানববন্ধন -যাযাদি
জুরি বৃদ্ধি ও চাকরি মাস্টাররুল করাসহ ৪ দফা দাবিতে আবারও বিক্ষোভ করেছেন কুষ্টিয়া পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকরা। রোববার সকালে পৌরসভার সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় বাকি লাল নামে এক শ্রমিক বলেন, 'আমাদের ন্যায্য বেতন ১৮ হাজার টাকা। কিন্তু এরা সেই টাকায় ৩ জন শ্রমিককে পারিশ্রমিক দেন। আমরা দাবি জানালে আশ্বাস দেয় সবাই, কিন্তু বাস্তবায়ন হয় না।' বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় পৌরসভার কর্মকর্তা তাদের হুমকি দিয়েছেন দাবি করে বাকি লাল বলেন, 'আমরা পেটের দায়ে এখানে দাঁড়িয়েছি। আমরা তো রাজনীতি করি না। বিগত কিছুদিন ধরে আমাদের আন্দোলন চলছে। এর আগে ডিসি সাহেব আশ্বাস দিয়েছেন। এরপর ২০-২৫ দিন পার হয়ে গেলেও আমাদের বেতন নিয়ে কোনো কথা হচ্ছে না। কেউ আর আশ্বাসও দিচ্ছে না।' এর আগে ২৯ ডিসেম্বর পৌরসভার প্রধান ফটকের সামনে কয়েকশ দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক কর্মসূচিতে অংশ নেন। তারা দাবি করেন, দ্রর্ব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রতিদিন ২৭৫ টাকা হাজিরায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে।