বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দেয়া-মাহফিল, চিত্রাঙ্কন ও রচনার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টঅর ও জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চট্টগ্রাম বু্যরো জানায়, রোববার সকাল ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগরে শহীদ জিয়ার প্রথম সমাধিতে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, সামরিক কিংবা রাজনৈতিক যুদ্ধে জিয়াউর রহমান কখনও পরাজিত হননি। তেমনি সততা ও দেশপ্রেমের নজিরে তিনি আজ অবধি অপ্রতিদ্বন্দ্বী।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'দেশ ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং মমতার কারণে শহীদ জিয়া এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। তার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ দেশপ্রেমের অমর দর্শন। তাহার কালজয়ী এ দর্শনের নিকট দেশপ্রেমের বাকি সব রাজনৈতিক মতবাদই পরাস্ত হয়েছে।'
সমাধিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য এম এ হান্নান, এস এম ফয়েজ, আবুল হাশেম, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, কামরুল ইসলাম, জাফর আহমেদ, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম এ সবুর, আবু মুসা, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফসহ নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
খুলনা অফিস জানিয়েছে, প্রেস ক্লাব মিলনায়তনে জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির তিনদিনের কর্মসূচির প্রথম দিন জাসাসের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা বেগম রেহানা ঈসা, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। ইঞ্জি. নুর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং কে এম এ জলিলের পরিচালনায় উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম রেজা, দিদার সাঈদ, হাবিবুর রহমান, মিতুল মিঠু, মাঈনুল ইসলাম কিরণ প্রমুখ।
স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুরে রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল কবির লীন প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগর শ্রমিক দলের উদ্যোগে মহানগরীর ২৮নং ওয়ার্ডে শ্রমিক দলের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে ও গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেট্রো থানা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ রাসেল হাসান শ্যামল, মহানগর শ্রমিকদলের সদস্য মেহের আলী, হাসান মাহমুদ সুজন, জয়নাল আবেদীন ভূইয়া, নুরুল হক, সাহেব আলী, মো. বাছির, মো. জুয়েল, মমিন উদ্দিন খান, রানা আহাম্মেদ, মো. ইব্রাহীম, মো. হাকিম, আমিনুল ইসলাম প্রমুখ।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে সকাল সাড়ে ৯টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা করা হয়। পরে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, থানা বিএনপির সভাপতি হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আলাউদ্দিন আল মামুন, এ কে এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজ, আব্দুল আলিম।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
গাইবান্ধা প্রতিনিধি জািনান, গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য রওশন আরা ফরিদা, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম প্রমুখ।
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ একেএম তৌহিদুল আলম মামুন। অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, সাংগঠনিক সম্পাদক মুঞ্জিল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে এ উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার ৮৯ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। রোববার পৌর শহরে উত্তরবাজার এলাকায় স্থানীয় যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবদল নেতা আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সফল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, শিপন মিয়া, আব্দুলস্নাহ, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, ওয়ালিউলস্নাহ রুবেল, বাদল মিয়া, মোস্তাফিজুর রহমান পিপলু প্রমুখ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান, তাজ উদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ চঞ্চল, যুবদল নেতা শামীম আহমেদ, আরিফুল হক রোমান, সাগর হোসেন, তহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন প্রমুখ।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠানে কালাই জিয়া পরিষদ ও প্রেস ক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই জিয়া পরিষদ ও প্রেস ক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান। বক্তব্য দেন জিয়া পরিষদ কালাই থানা শাখা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়র রহমান, কালাই প্রেস ক্লাবের সভাপতি এটিএম সেলিম সারোয়ার, কালাই জিয়া পরিষদ যুগ্মসাধারণ সম্পাদক রেজোয়ান আলী, মাস্টার তৌফিকুল ইসলাম, রেশাদুর রহমান, নাজমুল হক শামীম প্রমুখ।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় উপজেলা বিএনপি সভাপতি আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মিলু শরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা আনিচুর রহমান কামাল, মিরাজ ফকির, কাজী মোরাদ হোসেন প্রমুখ।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহেসানুল হুদা। আরও বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা সভাপতি জীবন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ্ আলম, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, ফ্রিডম সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মবিন খান, মোঃ বোরহান উদ্দিন, সোহরাব উদ্দিন সোহরাব প্রমুখ।
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, 'দেশে বহুদলীয় প্রথা এবং গণতন্ত্র প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে যখন বাকশালী শাসন ব্যবস্থা চালু হয় ঠিক তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। তিনি বাকশালী ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের রাজনৈতিক আমুল পরিবর্তন করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ব্যাবস্থা চালু করেন।'
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় এমএ খালেক বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় সভাপতি গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, কেন্দ্রীয় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান। উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক মুনশী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, জেলা শ্রমিক দলের আহবায়ক মতিউর রহমান রনি প্রমুখ। পরে জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ চত্বরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি নিম গাছের চারা রোপণ করেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি খায়রুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি হাতেম আলি সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরণ, জেলার দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, স্বেচ্ছাদলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন, কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।