দৌলতপুরে ইয়াবা ও ২০ লাখ টাকাসহ বিএনপি নেতার স্ত্রী-পুত্র গ্রেপ্তার
প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকাসহ সাবেক ইউপি সদস্য এবং স্থানীয় বিএনপি নেতার স্ত্রী-পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ইউপি সদস্য পালিয়ে যান।
রোববার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সেনা ক্যাম্প কুষ্টিয়া ও দৌলতপুর থানা পুলিশ জানায়, মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর এলাকায় মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী (৫২) সটকে পড়েন। সেনা সদস্যরা তার বাড়ি থেকে ১ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৯ লাখ ৬৭ হাজার ৫শ' টাকা জব্দ করে। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে লিয়াকত আলীর স্ত্রী কাজলী বেগম (৪৬) ও তার পুত্র আব্রাহাম লিংকনকে (২২) গ্রেপ্তার করা হয়।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, এ ব্যাপারে দৌলতপুর থানায় সাবেক মেম্বার ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং ৪৪।