কুমিলস্নার দাউদকান্দিতে জমি দখল, মারধর ও হুমকি দামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগি পরিবারের সদস্য হালিমা আক্তার -যাযাদি
কুমিলস্নার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল বাছেদের বিরুদ্ধে জমি দখল, মারধর ও হুমকি দামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় একটি পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন করে ভূক্তভোগি পরিবার। এ সময় ভূক্তভোগি পরিবারের সদস্য হালিমা আক্তার লিমা, সালেহা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হালিমা আক্তার লিমা বলেন, 'আমি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া এলাকার বাসিন্দা। আমার আপন কোন ভাই বোন নেই। একজন সৎ ভাই আছেন, তিনি অন্যত্র থাকেন। বাবা মারা গেছে। আমি বৃদ্ধা মা নিয়ে পৌত্রিক ভিটায় ৫ শতক জমিতে বসবাস করছি, আর ৯ শতক জমিতে চাষাবাদ করছি। চাষাবাদের ৯ শতক জমি নিয়ে সৎ ভাইয়ের সঙ্গে পূর্বে ঝামেলা ছিল। বর্তমানে আমরা ওই জমিতে চাষাবাদ করে ভালাভাবে জীবিকা নির্বাহ করছি। কিন্তু গেল স্বৈরশাসক হাসিনার পতনের পর দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ আমাদের শান্তির পরিবারের উপর অশান্তির কালো থাবা দিয়েছে।' সংবাদ সম্মেলনে হালিমা আক্তার লিমা আরও বলেন, 'গত ৫ ডিসেম্বর দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ ৪০ থেকে ৫০টি মোটর সাইকেলের মহড়া নিয়ে আসে আমাদের বাড়িতে এবং বিভিন্ন অশ্লিল গালাগাল শুরু করে। আমি তখন বাড়িতে ছিলাম না। আমার বৃদ্ধা মা ঘর থেকে বের হয়ে আসলে তাকে গালিগালাজ করে ধাক্কা মেরে ফেলে দেয় এবং মারধর করে। আমাকে একা পেলে ক্ষতি করবে বলে হুমকি দেয়।'
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাছেদ তার লোকবল নিয়ে আমার চাষি জমির সকল সবজি কেটে ফেলে ও চারদিকে বেড়া দেয়। এ বিষয়ে আমরা কোন প্রতিবাদ করলে আমাদের মা মেয়েকে গুম করে ফেলবে, কেটে নদীতে ফেলে দিবে বলে হুমকি দেয়। বাড়িতে একা থাকি তাই আমাদের পুড়িয়ে মারার হুমকি দেয়। আমরা তার ভয়ে নির্ঘুম রাত পার করছি। এ বিষয়টি নিয়ে আমি বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ জমা দিয়েছি। বাছেদ ছাত্রদলের নেতার প্রভাব দেখানোর কারনে পুলিশ আমার অভিযোগের বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা আমাদের জমিতে চাষ করতে পারছি না। প্রতিদিন আমাদের বিভিন্ন হুমকি দিচ্ছে।' সংবাদ সম্মেলনে হালিমা আক্তার লিমা তার পৈত্রিক সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, উত্তর জেলা বিএনপি, উত্তর জেলা ছাত্রদল ও কেন্দ্রিয় ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে দাউদকান্দিতে উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল বাছেদ বলেন, 'আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য না।'