সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, লক্ষ্ণীপুর, কুমিলস্নার চৌদ্দগ্রাম ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসব দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লরিকে অতিক্রম করতে গিয়ে হৃদয় মিয়া-(১৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সোমবার কুমিলস্না-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে। ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির জানান, দুই বন্ধুকে নিয়ে হৃদয় মিয়া মোটর সাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ছতুরা শরীফ এলাকায় দ্রম্নতগতিতে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে লরির পেছনে ধাক্কা লেগে হৃদয় ছিটকে পড়ে নিহত হয়। লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে দ্রম্নতগামী ডাম্প ট্রাক চাপায় অটোরিকশাতে থাকা দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অপর যাত্রী আজাদ হোসেন। সোমবার লক্ষ্ণীপুরের মজু চৌধুরী হাট টু ভোলা-বরিশাল সড়কের কালিরচর রাস্তা মাথায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার টুমচর ইউনিয়নের জগৎবাড়ী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মুরাদ (৪৫) ও একই উপজেলার চর রহমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মুনসুর আহেমের ছেলে মুরাদ হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, চর আলী হাসান থেকে একটি অটোরিকশায় কয়েকজন যাত্রী মজু চৌধুরী হাট সড়কে প্রবেশ করলে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মুরাদ হোসেন মারা যান। গুরুত্ব অবস্থায় যাত্রী আনোয়ার ও আজাদকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের ধাক্কায় বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্‌ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছেন। নিহত বেলাল লক্ষ্ণীপুর জেলার রামগতি থানার চরমোহর গ্রামের এজহার আহমেদের ছেলে। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ দেবনাথ। জানা গেছে, সোমবার সকালে কর্মস্থল কাশিনগর যাচ্ছিলেন বেলাল হোসেন। পথে মহাসড়কের বাবুচি এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি দ্রম্নতগতির বাস তার বাই সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আহত হয়ে প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপালস্নার বাসের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃতু্য হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে মনে করছেন স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরী (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।