ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু
প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
স্বদেশ ডেস্ক
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৩ ফেব্রম্নয়ারি পর্যন্ত। এতে খুশি নতুন ভোটাররা। আঞ্চলিক অফিস ও স্টাফ রিপোর্টারের পাঠানো খবরে বিস্তারিত-
ময়মনসিংহ বু্যরো জানায়, সারা দেশের ন্যায় সোমবার সকালে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় এ কার্যক্রম শুরু করেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা। ৩ ফেব্রম্নয়ারী পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ পরে ৫ ফেব্রম্নয়ারী থেকে নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিকের মাধ্যমে ভোটার করা হবে নতুনদের। ০১-০১-২০০৮ সালের পূর্বে যাদের জন্ম তারা এবার নতুন ভাবে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবে। হালনাগাদে মৃত ভোটারের নাম কর্তৃন, ভোটার স্থানান্তরের বিষয়গুলোও থাকছে। অনলাইন জন্মসনদ, মা-বাবার এনআইডি কার্ড দেখে নতুন ভোটারদের যুক্ত করা হচ্ছে। কোন ভাবেই রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সেই লক্ষ্যে সর্তক অবস্থানে রয়েছেন তথ্য সংগ্রহকারীরা। তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় খুশি নতুন ভোটাররা।
দুপুরে নগরীর কে.সি রায় রোডে হালনাগাদ কার্যক্রম করতে দেখা যায় দুইজনকে। তাদের একজন তথ্যসংগ্রহকারী হুমায়ূন কবীর বলেন, নির্ধারিত এলাকার বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা হচ্ছে তথ্য। নতুন ভোটারদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। তারা আগে থেকেই তাদের সমস্ত তথ্য সংগ্রহ করে রেখেছে, সেগুলো যাচাই-বাছাই করে ফরম পূরণ করা হচ্ছে। রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অর্ন্তভুক্ত না হতে পারে সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
জেলায় ভোটার ৪ কোটি ৫৮ লাখ ৪ হাজার ২২২জন। মোট ভোটারের ৫ শতাংশ ভোটার বৃদ্ধির লক্ষ্য নিয়ে হালনাগাদ কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম।
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মাহবুবুর রহমান, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মোস্তফাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান, যায়যায়দিন স্টাফ রিপোর্টার ও সমন্বয় কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, উপজেলা জামে মসজিদ'র ইমাম প্রতিনিধি শেখ মো. শাহ আলম প্রমুখ।
সভায় বলা হয়, আগামী ২০ জানুয়ারি থেকে সারাদেশের সঙ্গে মৌলভীবাজারেও ভোটার তালিকা হালনাগাদ করা হবে। যাদের জন্ম ২০০৮ সাল বা তার পূর্বে তারা এই তালিকার অন্তর্ভুক্ত হতে পারবেন।
রাজশাহী অফিস জানান, রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা এই কাজ শুরু করেছেন। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করছেন তারা।
সকালে রাজশাহী মহানগরীর ২২ নং ওয়ার্ড সাগরপাড়া, টিকাপাড়া এলাকায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিক ও মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমীর শিক্ষকরা। আগামী ১৫ দিনের মধ্যে তাদের তথ্য সংগ্রহ শেষ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ শেষ হবে বলে আশা প্রকাশ করে তথ্য সংগ্রকারী নায়েব হাসান রোকন বলেন, নতুন ভোটারদেরদের মধ্যে খুব সাড়া পাচ্ছি। তারা আগ্রহী হয়েই তথ্য দিচ্ছেন। নির্বাচন কর্মকর্তা ও ২২ নং ওয়ার্ডের সুপারভাইজার অনল কুমার মন্ডল বলেন, প্রশিক্ষণ শেষে সোমবার থেকে নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। আশা করা যায় এই কাজ সুষ্টু ভাবেই সম্পন্ন হবে।