যায়যায়দিনে নিউজের জেরে বালুখালি খাল পরিদর্শন

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
দৈনিক যায়যায়দিন পত্রিকায় নিউজের পর উপজেলার ফতেপুর ও চিকনদন্ডী ইউনিয়নস্থ বালুখালি খাল প্রকাশ একুতি ছড়া পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (নির্মাণ) ইউনিটের হাটহাজারী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা। সোমবার তিনি ছড়াটি পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত কৃষকদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে কৃষকদের স্বার্থে ছড়াটি পুনঃখননের আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে ফতেপুর ঘাটকুল এলাকার দবীর উদ্দিন মুন্সির সড়কস্থ জোয়ার ভাটা খালের কিনারায় অবস্থিত বন্ধ সেচ পাম্প পরিদর্শন করে কি কারণে বন্ধ তার বিস্তারিত জেনে কয়েকদিনের মধ্যে তা চালু করার কথা জানান স্থানীয়দের। এ সময় স্থানীয় কৃষক মো. শাহজাহান, মো. জামাল, জাহেদসহ অনেকে উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, রোববার দৈনিক যায়যায়দিনের শেষ পৃষ্ঠায় 'হাটহাজারীর বালুখালি খালের বেহালদশা, বন্ধ ইরি চাষ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।