'নির্বাচন বিলম্বিত হলে দেশের অরাজকতা বৃদ্ধি পাবে'

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০

খুলনা অফিস
'নির্বাচন বিলম্বিত হলে দেশের অরাজকতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। গত রোববার খুলনা জেলা স্টেডিয়ামে মহানগর ও জেলা ছাত্রদল আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতা বকুল আরও বলেন, বিএনপি দেশের ছাত্র জনতাকে নিয়ে ১৭ বছর যে দাবিতে রাজপথে ছিল নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আবারো দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও এড. মোমরেজুল ইসলাম প্রমুখ।