সিংগাইরে শীতার্ত নারীদের পাশে মানিকগঞ্জ এলজিইডি

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে সিংগাইরে হতদরিদ্র অসহায় নারীদের কম্বল বিতরণ করেন এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম -যাযাদি
হতদরিদ্র অসহায় শীতার্ত নারীদের পাশে দাঁড়ালেন মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)। গত মঙ্গলবার জেলার সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে এলসিএস প্রকল্পের নারী কর্মীদের হাতে কম্বল তুলে দেন মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম। কম্বল বিতরণকালে নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, এলজিইডি শুধু রাস্তাঘাটের উন্নয়ন কাজ করে না, আর্তমানবতাও করে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময় সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ায় এলজিইডি। জেলা প্রশাসকের সহযোগিতায় জেলার ৭ উপজেলার এলসিএস প্রকল্পে কর্মরত নারীদের কম্বল বিতরণ করা হবে। এ সময় উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, উপসহকারি প্রকৌশলী মাহবুবুল ইসলাম, নজরুল ইসলাম ও রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।