হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করেন ইউএনও নাহিদা সুলতানা -যাযাদি
'তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ উদ্বোধন করলেন ইউএনও নাহিদা সুলতানা।
বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ১৩টি বিজ্ঞান ভিত্তিক স্টল বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবন প্রদর্শন করে।
এ সময় ইউএনও নাহিদা সুলতানা অংশগ্রহণকরীদের দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে বিজ্ঞান ভিত্তিক মেধাকে বিকাশ ও সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে শিক্ষায় মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে একইদিন অপরাহ্নে ইউএনও নাহিদা সুলতানা অংশগ্রহণকারীদের মধ্যে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।