কালিয়াকৈরে কারখানায় হামলা ভাঙচুর
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করেছে অপর একটি কারখানার শ্রমিকরা। এ সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার কামরাঙ্গীরচলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী, কারখানার শ্রমিক-কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীরচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস নামে লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার ছিনতাইকারীদের গ্রেপ্তার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে। ওই সময় কামরাঙ্গিরচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেয়নি। আন্দোলনে যোগ দিতে আহবান করলে উল্টো বহিরাগত দিয়ে শ্রমিকদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। ওই ঘটনার জের ধরে তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বুধবার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় হামলা চালায়। এ ঘটনার পর কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।