নিকলীতে ভেকু পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কাজে নিয়োজিত ভেকু বা এস্কেভেটর পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলে পাঠিয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার ভাটি ভড়াটিয়া ধনু নদীর পাড়ে রাখা একটি এস্কেভেটর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন স্থানীয় রাজি ও ইসহাক নামের দুইজন। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩২-৩৩ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তানভীর মিয়া থানায় মামলা দায়ের করেন।
নিকলী থানার ওসি জানান, এ ঘটনায় রাজিব নামে একজনকে গ্রেপ্তার করার পর আদালতে পাঠানো হয়েছে।