সোনাতলা স্বাস্থ্য কমপেস্নক্সে ই-জিপির বদলে এনালগ টেন্ডার
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইমরান হোসাইন লিখন, বগুড়া
সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে এবং স্বচ্ছতা বাস্তবায়নে সরকারের নানামূখি পদক্ষেপে মধ্যে ই-জিপি (ডিজিটাল টেন্ডার) অন্যতম। এ বিষয়ে বিভিন্ন সভা, সেমিনার, ট্রেনিংসহ নানা ধরণের কার্যক্রমেই বর্তমানে স্বচ্ছতা আসতে শুরু করেছে। এতে করে বিগত সময়ের হানা-হানি, মারা-মারি, দাঙ্গামা-হাঙ্গামা, টেন্ডার বানিজ্য, টেন্ডারবক্স লুটসহ বিভিন্ন হয়রানি থেকে মুক্তি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এবং রাজনৈতিক চাপ ও নানা ধরনের হয়রানি থেকে রক্ষা পেয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। কিন্তু এর ব্যত্যয় ঘটিয়ে এনালগ পদ্ধতিতে টেন্ডার বেছে নিয়েছে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স। বগুড়ার ১২ উপজেলার স্বাস্থ্য কমপেস্নক্সের এমএসআর, ডায়েট ও ষ্টেশনারি সরবরাহের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। এগুলোর মধ্যে অন্যান্য উপজেলার টেন্ডার ই-জিপিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে করা হলেও সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ডায়েট ও স্টেশনারি টেন্ডার আহ্বান করা হয়েছে মেনুয়ালী অর্থাৎ এনালগ পদ্ধতিতে। এতে করে নানা ধরনের সমস্যার অভিযোগ এনেছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজেদের ক্ষমতা বাস্তবায়ন করতেই মেনুয়ালী টেন্ডার দেওয়া হয়েছে। এছাড়া নানা ধরনের নিয়ম কানুন টেন্ডার বিজ্ঞপ্তিতে উলেস্নখ করার কথা থাকলেও সেসবও গোপন রাখার অভিযোগ উঠেছে। এছাড়া বিক্রয় ও জমাদানের জন্য টেন্ডার বক্স শুধু উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সেই রাখা হয়েছে। এতে করে জমাদানের দিন প্রভাবশালীদের একতরফা দরপত্র দাখিলের কারনে একধরনের মতবিরোধ ও গন্ডগোল হবার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে ধারনা স্থানীয়দের। এ বিষয়ে মেসার্স শামীম ট্রেডার্সের সত্বাধীকারী শামীম আকতারসহ বেশ কয়েকজন ঠিকাদার বলেন, 'জেলার অন্যান্য উপজেলায় এবার ই-জিপিতে টেন্ডার আহ্বান করা হয়েছে। কিন্তু সোনাতলায় কেনো এ্যনালগ পদ্ধতি হলো তা আমরা জানি না। এই টেন্ডার বাতিল করে স্বচ্ছতা প্রমান করতে ই-জিপিতে পুনরায় টেন্ডার আহ্বান করার জোর দাবি জানাই।'
সোনাতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমীন কবিরাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'দুটি টেন্ডারের মধ্যে এমএসআরটি ই-জিপিতে দেওয়া হয়েছে এবং খাদ্য পথ্যসহ অন্য টেন্ডারটি এনালগ পদ্ধতিতেই আছে। আগামীতে এটিও ডিজিটাল করা হবে। স্বচ্ছতা আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।'দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা আনার জন্য ই-জিপিতে টেন্ডার দেওয়ার জন্য ট্রেনিং করানো হয়েছে। এছাড়া মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে। সে অনুযায়ী অন্যান্য উপজেলাতে ই-জিপিতে টেন্ডার দেওয়া হলেও সোনতলায় কেনো এনালগ পদ্ধতিতে দেওয়া হয়েছে, তা জানা নেই। কেউ লিখিত অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।