ফুলবাড়ীতে রাইস ট্রান্সপস্নান্টারের মাধ্যমে চারা রোপণ শুরু
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বস্নক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উফশী জাতের বোরো ধানের সমলয়ে রাইস ট্রান্সপস্নান্টারের মাধ্যমে ৮০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে বোরো ধান চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব-ধনিরাম গ্রামে এ কার্যক্রম শুরু হয়েছে। এতে উদ্বোধক ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আব্দুলস্নাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে ও ্উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর এডিডি আসাদুজ্জামান, ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষক ও কিষাণীর পক্ষে সফিয়ার রহমান ও নুর মোহাম্মদ প্রমুখ।