কাজিপুরে ভূমি অফিসের ৬ জনকে একসঙ্গে বদলি

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
দীর্ঘদিন ধরে কাজিপুরের ভূমি অফিসে চাকরি করার পর একসঙ্গে ৬ জনকে বদলি করা হয়েছে। বদলিকৃতদের সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও কামরখন্দ উপজেলায় বদলি করা হয়। গত শুক্রবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী আদেশে তাদের বদলী করা হয়। বদলিকৃতরা হলেন- সার্ভেয়ার নুরমোহাম্মাদ, সার্ভেয়ার আমিনুল ইসলাম (প্রেষণে সিরাজগঞ্জে কর্মরত) নাজির, কাওসার আহম্মেদ সার্টিফিকেট সহকারী, সোহাইল মাহমুদ, চেইনম্যান, নির্মল ও শহিদুল ইসলাম। এ ছাড়াও কাজিপুর উপজেলায় পজীব কর্মকর্তা মোফাক্ষর হোসেন প্রায় ১৫ বছর, পরিসংখ্যান সহকারী রাসেদ আহম্মেদ প্রায় ১০ বছর, মহিলা বিষয়ক কর্মকর্তা ৬ বছর, কাজিপুরের সাতকয়া গ্রামের বাসিন্দা মেহেদী হাসান উপ প্রশাসনিক কর্মকর্তা হিসাবে প্রায় ১ যুগ ধরে কাজিপুর উপজেলা প্রশাসনে কর্মরত আছেন।