ঈশ্বরদীতে সড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের উপর ধারাবাহিক হামলায় পুলিশের সহযোগিতায় মূল হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে অভিযোগ দাবি করে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।
রোববার (ঈশ্বরদী থানার ফটকে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভে তারা ঈশ্বরদী থানার ওসির পদত্যাগ দাবিসহ নানা স্স্নোগানে স্স্নোগানে এসব হামলার বিচার দাবি করেন।
এ সময় পুলিশের কাজের সমালোচনা করে বক্তব্য কালে আসিফ মাহমুদ বলেন, 'ছাত্রলীগের সকল হত্যা চেষ্টা রুখে দেবে ছাত্ররাই, পুলিশ ভাইয়েরা শুধু আপনাদের দায়িত্ব সঠিক পালন করুন।'
এ সময় আরও বক্তব্য রাখেন ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক আ ফ ম রাজিবুল আলম ইভান, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি আফজাল হোসেন, আলামিন,শাওন, দিহান প্রমুখ।
এর আগে ঈশ্বরদী বাজারের ১ নং গেট হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের রেলওয়ে রোডহয়ে রেলগেটস্থ ঈশ্বরদী থানার প্রধান ফটকে এসে রাস্তার মাঝে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে তারা অবস্থান কর্মসূচী পালন করেন।