ভূঞাপুরে ট্রাক চাপায় বিদু্যৎ কর্মী নিহত

আত্রাইয়ে পুকুর ও মনোহরগঞ্জে খাল থেকে দুই লাশ উদ্ধার

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে যুবকের ভাসমান এবং কুমিলস্নার মনোহরগঞ্জে খাল থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়েরেছ। অন্যদিকে, টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক চাপায় বিদু্যৎ কর্মী নিহত হয়েছেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে নাহিদ হোসেন (১৮) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাহিদ রাজশাহীর বাগমারা উপজেলার নাকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে। জানা যায়, নাহিদ জন্ম গ্রহনের পর তার মা বাবার মধ্যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এ জন্য সে জন্মের পর থেকেই আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামে তার নানার বাড়িতে বসবাস করতো। সে জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী। গত রোববার সন্ধ্যায় নাহিদ বাড়ি থেকে বের হওয়ার পর সারা রাত আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে স্থানীয় লোকজন তার নানার বাড়ির অদূরে একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে লাশটি উদ্ধার করে তার নানার বাড়ি নিয়ে যান। আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, যেহেতু সারারাত ছেলেটি নিখোঁজ ছিল এবং সকালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে, তাই লাশটির ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে কমলা বেগম (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার খিলা ইউপির বান্দুয়াইন গ্রামে তার বাড়ির পাশের খাল থেকে মনোহরগঞ্জ থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য সোমবার সকালে লাশটি কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে একটি ইলেকট্রনিক্স মাল্টিপস্নাগ হাতে বাড়ির পাশে বান্দুয়াইন বাজারে যান তিনি (কমলা বেগম)। স্বজনরা জানান, এরপর থেকে তাকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। রাত প্রায় সাড়ে দশটার দিকে স্থানীয় বাসিন্দারা টর্চ লাইটের আলোতে তার বাড়ির পাশের খালে তার লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি থানায় অবহিত করা হলে ঘটনাস্থল থেকে বোরকা পরা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তার বাড়ি উপজেলার খিলা ইউপির বান্দুয়াইন গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য কুমিলস্না মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে কামরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে মনোহরগঞ্জ থানায় একটি অপমৃতু্য মামলা রুজু করা হয়েছে। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও ভূঞাপুর প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে বিআরটিসি ট্রকের চাপায় মাহবুব আলম(২৫) নামে এক বিদু্যৎ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে অর্জুণা ইউনিয়নের কুঠিবয়ড়া বাজার মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম গোপালপুর উপজেলার বসুবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং জামালপুরের সরিষাবাড়ী পলস্নী বিদু্যতের জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিহত মাহবুবের চাচা মিজানুর রহমান জানান, তার ভাতিজা ভোরে তার কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে ভূঞাপুরের উদ্দেশে রওনা দেন। পথে ভূঞাপুরের কুঠিবয়ড়া নামকস্থানে পৌঁছলে তারাকান্দিগামী বিআরটিসির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ট্রাক চালক পালিয়ে যান। ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, নিহতের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। ট্রাকটি উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।