ইউএনও'র কর্মদক্ষতায় বদলে যাচ্ছে পাথরঘাটা

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় মতবিনিমিয় সভায় উপস্থিত ইউএনও মো. রোকনুজ্জামান খানসহ অতিথিরা -যাযাদি
উপকূলীয় জেলা বরগুনার একটি গুরুত্বপূর্ণ উপজেলা পাথরঘাটা। আর এ পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের দক্ষতায় প্রতিনিয়ত বদলে যাচ্ছে পাথরঘাটা। মাত্র কয়েক মাসের ব্যবধানে বদলে গেছে পাথরঘাটা পৌর শহরের যানজট ও সড়কে চলাচলে পৌর নাগরিকদের ভোগান্তি। ইউএনও একই সঙ্গে পাথরঘাটা পৌরসভার প্রশাসক ও পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে কাজ করে পৌরসভা ও উপজেলার অত্যন্ত গ্রামকেও তিনি নতুনভাবে সাজিয়েছেন। এতে অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। ইউএনও তৎপরতায় স্থানীয় ইউনিয়ন পরিষদে জনসেবার মানও বেড়েছে। প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কর্মকান্ডে বেড়েছে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল থেকে বের হয়ে পাথরঘাটা পৌরসভা ও পাথরঘাটা উপজেলা পরিষদকে মডেল উপজেলা পরিষদ ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। পাথরঘাটা ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও রোকনুজ্জামান খান ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর পাথরঘাটায় যোগদান করেন। গত ছাত্র-জনতার অভু্যত্থানের পর পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে ২০২৪ সালের ১৮ আগস্ট দায়িত্ব পান। এর প্রায় একমাস পর ওই বছরের ২৫ সেপ্টেম্বর পাথরঘাটা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান। পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি আমিন সোহেল বলেন, ইউএনও রোকনুজ্জামান খান অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। এতে পৌর নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি যেমন কমেছে, তেমনি শহরে শৃঙ্খলা ফিরে এসেছে। পাশাপাশি গ্রামগঞ্জ ও ছোট ছোট হাটবাজারে মানুষের ভোগান্তি কমিয়ে আনা হয়েছে। এ ছাড়াও পাথরঘাটা পৌরসভার সামনের পুকুরটিতে সৌন্দর্য বর্ধন করে চিত্ত বিনোদনের আকর্ষণীয় স্পট তৈরি করা হয়েছে। জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ও পাথরঘাটা উপজেলার সকল অফিসের সেবার ব্যাপারে তিনি খুব সোচ্চার থাকেন এবং সকল বিভাগের সঙ্গে সুন্দর সমন্বয় করেন। প্রত্যেক বিভাগের কর্মকর্তাদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মকান্ডের জন্য সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থীরা তাকে খুবই পছন্দ করেন। তার কর্মকান্ডে শিক্ষায় এসেছে ব্যাপক গতিশীলতা। তার অফিসের সেবার দরজা সবসময় সবার জন্য উন্মুক্ত থাকে। পাথরঘাটা উপজেলা পরিষদের তথ্য অনুসারে, উপজেলা এলাকায় ৩০ বছরের নিখোঁজ ১৮৮ জেলে ও সিডরের ৩৪৯ জন নিহতের স্মৃতিফলক স্থাপন করা, আবাসনের মধ্যে বসবাসরত ৪৪৯ পরিবারের জন্য এনএসএস এর মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা, উপজেলা পরিষদ মাঠে মুক্ত মঞ্চে স্থাপন, উপজেলা পরিষদ মাঠে হেলিপ্যাড, হরিণঘাটাকে পর্যটন হিসেবে পরিচয় করতে নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন এবং পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। এ ব্যাপারে পাথরঘাটা ইউএনও রোকনুজ্জামান খান বলেন, ইউএনও'র পাশাপাশি পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসক ও পাথরঘাটা পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। পৌর নাগরিকসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায় কাজ করতে সহজ হয়েছে। তাছাড়া দীর্ঘদিনের অনিয়মকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা ও মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। এ উপজেলায় কাজ করার অপার সম্ভাবনা রয়েছে। যা উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।