ভেড়ামারায় ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস অবৈধ রিফিলের অভিযোগ

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় মেসার্স শাহার ফিলিং স্টেশনের এস আর এলপিজি স্টেশনে সিলিন্ডারে অবৈধ রিফিলের অভিযোগ পাওয়া গেছে। গাড়ির জ্বালানি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ফিলিং স্টেশনে অবৈধভাবে রিফিল করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। যে কোন মুহুর্তে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকায় অবস্থিত মেসার্স শাহার ফিলিং স্টেশনের এস আর এলপিজি স্টেশন। এই ফিলিং স্টেশনে প্রতিনিয়ত বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে ক্রস ফিলিং করে থাকে। নির্ধারিত বাজার মূল্যর চেয়ে সিলিন্ডারে কম টাকায় রিফিল পাওয়া যাচ্ছে। এতে ব্যবসায়ী এবং ভোক্তারা দেদারসে ফিলিং স্টেশন থেকে সিলিন্ডার রিফিল করছে। সারাদিন গ্যাসের সিলিন্ডার হাতে নিয়ে বিভিন্ন মানুষ আসছে গ্যাস ক্রস ফিলিং করতে। বিস্ফোরক অধিদপ্তর সুত্রে জানা গেছে, রান্নার কাজে ব্যবহৃত এলপিজিতে ৭০ শতাংশ কোপেন ও ৩০ শতাংশ ডিউটেন সংমিশ্রণ থাকে। আর গাড়িতে ৬০ শতাংশ কোপেন ও ৪০ শতাংশ ডিউটেন সংমিশ্রণ করে ব্যবহার করা হয়। কোপেন ও ডিউটেন সংমিশ্রণের পার্থক্য থাকায় এলপিজি গ্যাস কোনোভাবেই রান্নার কাজে ব্যবহার করা যায় না। কিন্তু না জেনে না বুঝে এলপিজি স্টেশনগুলো রান্নার সিলিন্ডারে গ্যাস রিফিল করে দিচ্ছে। আর এসব সিলিন্ডারে রান্না হলে যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কারণ গ্যাস তৈল জাতীয়। রিফিল সংমিশ্রণ সঠিকভাবে না হলে গ্যাস সিলিন্ডারের নিচে বসে থাকে। নাড়াচাড়ার কারণে বিস্ফোরণ হওয়ার আশঙ্কা থাকে। ভেড়ামারার সিলিন্ডার ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, 'এলপিজি স্টেশনে সিলিন্ডার রিফিল করার কারণে আমাদের বিক্রি আগের থেকে অনেক কমে গেছে। কারণ এলপিজি স্টেশনে রিফিল করা সিলিন্ডার বাজার মূল্যর চেয়ে ২ থেকে ৩শ' টাকা কমে বিক্রি করছে। এতে সাধারণ মানুষ রিফিলে ঝুঁকি থাকা সত্ত্বেও সেখান থেকে গ্যাস নিচ্ছেন। বিষয়টি যেন দেখার কেউ নেই।' মেসার্স শাহার ফিলিং স্টেশনে এস আর এলপিজি স্টেশন এর মালিক বাবু মিয়ার সঙ্গে যোগাযোগ কলে তিনি এ বিষয়ে এসোসিয়েশনের সঙ্গে কথা বলতে বলেন। কুষ্টিয়া জেলার পেট্রোবাংলা মালিক সমিতির সাধারণ সম্পাদক তপন বলেন, কোনো এলপিজি স্টেশন থেকে বাসাবাড়ির রান্নার জন্য সিলিন্ডার গ্যাস রিপিল করার নিয়ম নেই। ভেড়ামারা ইউএনও রফিকুল ইসলাম বলেন, রান্নার জন্য সিলিন্ডারের গ্যাস আর গাড়ির জন্য ব্যবহার করা গ্যাস এক জিনিস নয়। কোনো সিএনজি স্টেশন যদি এই কাজ করে থাকে তাহলে এটা খুবই ঝুঁকিপূর্ণ। প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।