বাঁশখালীর তৈলারদ্বীপ সেতুর টোল মুক্তির দাবিতে স্মারকলিপি

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী উপজেলার সংযোগকারী সাঙ্গু নদীর উপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর টোল মওকুফের দাবিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাঁশখালীবাসী ও ছাত্র সমাজ। গত রোববার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বাঁশখালীবাসী ও ছাত্রসমাজের পক্ষে আইনজীবী ও পেশাজীবীর নেতারা এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সহকারী সরকারি কৌঁসুলি শওকত আউয়াল চৌধুরী, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, তৈলারদ্বীপ সেতু টোল বন্ধ আন্দোলনের প্রধান সমন্বয়ক নিজাম উদ্দিন ও ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ আসিফ প্রমুখ। উলেস্নখ্য: বাঁশখালী-আনোয়ারা উপজেলার মধ্যবর্তী সাঙ্গু নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর টোল আদায় গত ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। তবে বন্ধ থাকা এই সেতুর টোল আবারো নেওয়ার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। এদিকে টোল আদায়কে কেন্দ্র করে প্রশাসন ও জনগণ মুখোমুখি অবস্থানে রয়েছে।