স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও ১৬ বছর মানুষের স্বাধীনতা বলতে কিছু ছিল না -নুরুল ইসলাম নয়ন

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও গত ১৬ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। একটি পার্লামেন্ট ছিল, কিন্তু তার কোনো কার্যকারিতা ছিল না। কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। একটি স্বচ্ছ নির্বাচন করার ক্ষমতা তাদের ছিল না, নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ। আইন-আদালত ছিল কিন্তু মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল, বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচারের রায় নির্ধারিত হতো। সোমবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলা-পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক এ সব কথা বলেছেন। জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নয়ন। আওয়ামী লীগের পতনের পর প্রথমবারের মতো নিজ জন্মস্থান চরফ্যাশনে আগমন উপলক্ষে নুরুল ইসলাম নয়নকে এই গণসংবর্ধনা দেওয়া হয়। চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কোমল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসাইন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।