মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ গরুসহ চার শ্রমিক গ্রেপ্তার

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি গরুসহ গরু বহনকারী ৪ জন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যনগর থানার ওসি সজীব রহমানের নেতৃত্বে পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে, অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে ভারত হতে গরু বাংলাদেশের অভ্যন্তরে আনার সময় মধ্যনগর থানার, ৩ নং চামরদানী ইউনিয়নের কাইতকান্দা পশ্চিমপাড়া মেশিন বাড়ী সংলগ্ন, সুমেশ্বরী নদীর ঘাট হতে চোরাকারবীর গরু বহনকালে গরুসহ শ্রমিকদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের আমানপুর গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেল মহর আলী (৪৮) তেলিগাও গ্রামের আসন্তর আলীর ছেলে, আয়নাল হক (৪০) তেলিগাও গ্রামের আব্দুলস্নাহ মিয়ার ছেলে দুদ মিয়া (৩৪), জগন্নাথপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে আবুল কালাম (৫৮)। পরে তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে মধ্যনগর থানার পুলিশ। মামলা নং-৯, তাং-২৭/০১/২০২৫খ্রি.।