আশুলিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
শিল্পাঞ্চল আশুলিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তারা। শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. তামিম। বক্তব্যে তিনি বলেন, 'দক্ষিণ গাজীরচট এলাকায় একটি কারখানায় সমন্বয়ক পরিচয় দিয়ে বার বার গিয়ে বিরক্ত করছিল। বিষয়টি জানতে পেরে তাদের সঙ্গে কথা বলতে যান তারা। পরে কারখানার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি এবং ভুল বুঝাবুঝি হয়। সে সময়ের একটি ভিডিও ধারণ করে একটি পক্ষ। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে, যা আমাদের সম্মান ক্ষুন্ন করেছে। এর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন।' এ সময় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ্জাহান সৌরভ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহান্তি অনু মেঘলা, হৃদয় হাসান ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।