ইসলামপুরে সেচ স্কিমের ড্রেন ভেঙে ফেলায় ২২ কৃষকের চাষ অনিশ্চিত
প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইসলামপুর (জামালপুর) প্রতিিিনধ
জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মোজাআটা গ্রামের প্রান্তিক কৃষক ইউনুস আলীর বিদু্যৎ চালিত সেচ স্কিম বিদ্যমান। ওই সেচ স্কিমের পানি দিয়ে প্রায় ২০-২২ জন কৃষক পরিবারের চার একর আবাদি জমিতে সেচের পানি সরবরাহ করে বিভিন্ন ফসলাদি উৎপাদন করে আসছে। বিগত ১০-১২ বছর ধরে এবং ওই নিরীহ প্রান্তিক কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এটি।
সম্প্রতি ইরি-বোরো মৌসুমের প্রাক্কালে এলাকার কৃষক শফিকুল ইসলাম তার জমির সীমানায় বিদ্যমান ড্রেনটি ভেঙে ফেলে জমিতে পানি সরবরাহ বন্ধ করে দেন। এ বিষয় নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের আপোষ মিমাংসা করার জন্য বসলেও শফিকুল তাদের কথায় তোয়াক্কা না করে পানি সরবরাহ বাধা প্রদান অব্যাহত রাখেন।
স্থানীয় ছাত্র-সমাজ কৃষকদের ক্ষতি বিবেচনা করে ড্রেনটি পুনর্নির্মাণ করেন। আসন্ন ইরি মৌসুমের প্রাক্কালে শফিকুল সেচকার্যে ব্যবহৃত ড্রেনটি পুনরায় ভেঙে ফেলেন। সেচের মালিক ইউনুস আলী জানান, 'শফিকুল গত বছরের ২৯ জুলাই ড্রেনটি ভেঙে ফেললে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ জানাই। এরপর সু-চতুর শফিকুল ড্রেন মেরামতের আশ্বাস দিয়ে উল্টো ড্রেনটি পুনরায় ভেঙে ফেলেন।'
এ বিষয়ে শফিকুল জানান, 'আমার জমির সীমানা দিয়ে ড্রেন নেওয়া যাবে না।'
ফলে ওই চার একর জমিতে সেচের ব্যবস্থা করতে না পারলে ২০-২২জন জমির কৃষক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এলাকাবাসী জানান, ওই চার একর জমির ফলসলাদি উৎপাদন করতে না পারলে কৃষকদের পরিবার আর্থিক সংকটে পড়বেন। সংসার চালাতে হিমশিম খাবেন ও তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার আশংকা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, 'বিষয়টি আমি কৃষি কমকর্তার মাধ্যমে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'