গভীররাতে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশের্ যাব ১০

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকা মহানগরীসহর্ যাব-১০'র আওতাধীন বিভিন্ন এলাকায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।র্ যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমানের পক্ষ থেকে গত রোববার গভীররাতে শীতবস্ত্র বিতরণ করেনর্ যাব-১০'র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। র্ যাব-১০'র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস তাপস কর্মকার সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্য প্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। গত কয়েকদিন ধরে রাজধানী ও এর আশে পাশের এলাকায় ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। এ জন্য অসহায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছের্ যাব ফোর্সেস। এ সময় উপস্থিত ছিলেনর্ যাব-১০'র উপ-অধিনায়ক মেজর লুৎফুল হাদিসহ ব্যাটালিয়নের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।