সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রতিনিধি
শীতবস্ত্র প্রদান
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে প্রচন্ড শীতে চরম দূর্ভোগে থাকা প্রবীণ জনগোষ্ঠির মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-রিক। সোমবার রিক পঞ্চগড় এরিয়া অফিস ধাক্কামারায় দুই শতাধিক প্রবীণকে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর ইউএনও জাকির হোসেন। সদর উপজেলার মাগুরা ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং রিক সদর শাখার ব্যবস্থাপক জিয়াউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান। এ সময় রিক পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার আব্দুল মালেক প্রামানিক শামীম, এরিয়া ম্যানেজার রেজাউল করিম উপস্থিত ছিলেন।
বিজ্ঞান-প্রযুক্তি মেলা
ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত মেলায় অংশগ্রহনকারী প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে তাহিরপুর ইউএনও আবুল হাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিরোদা রানী রায়। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মির্জারিয়াদ হাসান, কৃষি অফিসার শরিফুল ইসলাম, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুনর রশিদ প্রমুখ।
তারুণ্যের মেলা
ম মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই কলেজে রেখে তারুণ্যের মেলা শেষ হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসের মাঠে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় কলেজ ছাত্রদলের স্টলে বিনামূল্যে গাছের চারা বিতরণ করতে দেখা যায়। ছাত্রদলের বিনামূল্যে গাছ বিতরণের বিষয়ে মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ছাত্রদল চারা বিতরণ করছে।'
আইনশৃঙ্খলা সভা
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও কেএম আবু নওশাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দার, কচুয়া থানার ওসি রাশেদুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসম মাহবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, সমাজ সেবা কর্মকর্তা হাসিবুর রহমান, আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল, সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নৃত্য রঞ্জন ঘোষ, কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি হাজরা শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সরদার ইমদাদুল হক সুমন প্রমুখ।
শিক্ষাউপকরণ বিতরণ
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ঝড়ে পড়া রোধ ও বিদ্যালয়মুখী করতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ খাতা কলম বিতরণ করেছেন সমাজ সেবক সেলিম রেজা। গত রোববার পর্যন্ত তিনি ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়গুলোতে এসব বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব মিয়া, সহকারী শিক্ষক আব্দুল ওয়াজেদ, আহসান হাবীব, আবু তাহের, বেলোয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আক্তার শিল্পী, বাঁশমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল খালেক প্রমুখ।
কৃষি প্রযুক্তি মেলা
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা চত্বরে সোমবার ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ডিএই উপ-পরিচালক কৃষিবিদ সুফি রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, কুষ্টিয়া ডিএই অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ টিপু সুলতান, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, কৃষিবিদ মাসুম আবদুলস্নাহ, কৃষিবিদ আশফাকুর রহমান প্রমুখ।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে দ্বীপচাঁদপুর রফাতুল্যা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গত রোববার বিদ্যালয় চত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মাহফুজার রহমানের মেয়ে শামিমা নাসরিন, দ্বীপচাঁদপুর গ্রামের চঞ্চলের মেয়ে ফারহানা আক্তার মৌ তারা দুইজন (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল), হাটুরিয়া গ্রামের মামনুর রশীদ বাবুর মেয়ে মাহরুবা আক্তার মীম সে (দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল), ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তিনজনকে দ্বীপচাঁদপুর রফাতুল্যা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও কামাল হোসেন।
আইনশৃঙ্খলা সভা
ম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আবু সাঈদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সমবাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম মুরাদনগ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও আবদুর রহমান। শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা ফ্যাসেলিটেটর কর্মকর্তা জাহিদুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা আব্দুল আউয়াল, রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
এডহক কমিটি
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রাথমিক শিক্ষার এডহক কমিটির সদস্য হয়েছেন ফজলে এলাহী। তিনি উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ডের শহীদ হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত রোববার ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা এডহক কমিটির আহ্বায়ক ফারাশিদ বিন এনাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখার ১ সেপ্টেম্বর ২০২৪ জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা এডহক কমিটির আহ্বায়ক কর্তৃক মনোনিত উপজেলা প্রাথমিক শিক্ষা এডহক কমিটিতে একজন উপজেলা সহকারী শিক্ষক, প্রাথমিক শিক্ষা অফিসার, নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক, নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হয়।
সভা অনুষ্ঠিত
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে সঠিক এবং সুষ্ঠু ভোটার তালিকা প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মেহেদী হাসান। উপস্থিত ছিলেন ওসি হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ, নিয়ামতপুর পলস্নী বিদু্যৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দকুর রহমান, শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা প্রমুখ।
কম্বল বিতরণ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ব্যক্তি উদ্যোগে শীতার্তদের ৫ শতাধিক কম্বল বিতরণ করেছেন একরামুল হক মন্ডল নামের এক ব্যক্তি। গত রোববার উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় হরিপুরের মুন্সিপাড়া, তফুর পাড়া ও চান্দিনায় অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেন তিনি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক একরামুল হক মন্ডল বলেন, নিজ উদ্যোগে এলাকার শীতার্ত অসহায় মানুষের সেবাদানের লক্ষ্যেই এ পর্যন্ত ৫ শতাধিক কম্বল বিতরণ করেছেন। এটি অব্যাহত থাকবে।
ছবক প্রদান
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলা ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী নূরুল উলূম নূরানী মাদ্রাসায় ২০২৫ শিক্ষা বর্ষের ছবক প্রদান ও বিদায়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজস্থলী বাজার জামে মসজিদ মাঠে ২ দিনব্যাপী ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি ও প্রধান মেহমান পটিয়া মাদ্রসার পরিচালক মাওলানা আবু তাহের নদভী কাসেমী সাহেব, মুফতী আবদুল কাদের, মাওলানা আনাস মাদানী, মাওলানা আযীযুল হাছান প্রমুখ।
সংবর্ধনা প্রদান
ম রূপসা (খুলনা) প্রতিনিধি
তারুণ?ে্যর উৎসব উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ায় রূপসা উপজেলা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আকাশ কুমার কুন্ডু। বক্তব্য দেন এসিল্যান্ড অপ্রতিম কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, পলস্নী বিদ?ু্যতের এজিএম এম এ হালিম খান। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বিশ্বাস, ইলিয়াজ শেখ, আছাবুর রহমান, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ প্রমুখ।