বগুড়ায় ছুরিকাঘাতে যুবক, কুষ্টিয়ায় দুর্বৃত্তের হামলায় নির্মাণ শ্রমিক নিহত

ফতুলস্নায় তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত পচা লাশ উদ্ধার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃতু্য

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। কুষ্টিয়ার মিরপুরের ধলসা বাজারের মাঠে দুর্বৃত্তদের হামলায় নির্মাণ শ্রমিক নিহত হয়। এ ছাড়া বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃতু্য ও নারায়ণগঞ্জের ফতুলস্নায় তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির পচা লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তাািরত খবর- বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় দুবৃত্তদের ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মাদক নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকান্ড হতে পারে। নিহত হৃদয় ওই এলাকার বাবু মিয়া আকন্দের পুত্র। বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদক নিয়ে ঝামেলায় এ হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তিনি আরও বলেন, সকালে হৃদয় কয়েকজন বন্ধুকে নিয়ে মধ্যপাড়া এলাকায় আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তর্কে জড়িয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় কেউ একজন হৃদয়কে ছুরিকাঘাত করে সরিষার ক্ষেতের মধ্যে ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান। কুষ্টিয়া ও মিরপুর প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুরে এক নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে। আর হত্যার পর ক্ষতবিক্ষত মরদেহ ফেলে রাখা হয়েছে শুকিয়ে যাওয়া একটি পুকুরে। সকালে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম মঈন উদ্দীন (৩০)। তিনি উপজেলার ধলশা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। পেশায় বাড়ি নির্মাণ শ্রমিক ছিলেন। জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কৃষকেরা গ্রামের মাঠে কাজ করতে গিয়ে শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতর এক ব্যক্তির পড়ে থাকা মরদেহ দেখতে পায়। কাছে গিয়ে তারা দেখে মাথায় এলোপাথাড়ি আঘাতে ক্ষতবিক্ষত চিহ্ন। দ্রম্নত তারা মিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ সেখানে ভিড় করেন। নিহতের পরিবার সূত্র জানিয়েছেন, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। সকালে জানতে পারেন তার মরদেহ পড়ে আছে। কেন কারা এই হত্যাকা্‌ড ঘটিয়েছে তা কেউই ধারণা করতে পারছে না। মিরপুর থানার ওসি মমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও এ হত্যাকান্ড তদন্তে কাজ করছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে সুফল প্রামানিক(৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী মৃগী রোগীর মৃতু্য হয়েছে। তিনি পৌর এলাকার ছোটধাপ মহলস্নার মৃত বাবলু প্রামানিকের ছেলে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, সুফল ঘটনারদিন সন্ধ্যায় বাড়ির পার্শ্বের পুকুরের পানিতে পড়ে যান। এলাকাবাসী অ খোঁজাখুঁজি করে না পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন লিডার ময়নুল ইসলাম জানান, স্টেশনে কোনো ডুবরী না থাকায় রাজশাহী ডুবুরী দলকে খবর দিলে ডুবরী দল ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৯টায় সময় সুফলের মৃতদেহ উদ্ধার করে। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের ফতুলস্নায় একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে পচা বিকৃত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতুলস্নার এনায়েতনগর ইউনিয়নের শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ফতুলস্না মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, ২০ জানুয়ারী স্বামী স্ত্রী পরিচয়ে স্বপন সরকারের ভাড়াটিয়া বাসায় একটি রুম ভাড়া নেয় তারা। ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কোন পরিচয়পত্র রাখেনি। এ জন্য নিহতের নাম পরিচয় বাড়িওয়ালা বলতে পারছে না। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন পূর্বে ওই ব্যক্তিকে রুমের ভেতরে রেখে স্ত্রী পরিচয় দেওয়া নারী বাহির থেকে দরজায় তালা দিয়ে চলে যায়। সকালে ওই রুম থেকে পচা দুর্গন্ধ বের হলে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তালা ভেঙে দেখে খাটের উপর সোজা অবস্থায় পচা বিকৃত পুরুষের লাশ পড়ে আছে। বিকৃত হওয়ায় নিহতের বয়স ধারনা করা যাচ্ছে না। লাশের পাশেই ইয়াবা সেবনের সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে। ওসি আরও জানান, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে নাকি অতিরিক্ত মাদক সেবনে মারা গেছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।