মিরপুরে রাস্তার কাজে ঠিকাদারের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার দিপুর বিরুদ্ধে। রাস্তার কাজে খোয়া নিম্নমানের ব্যাবহার করা এবং পরবর্তীতে কার্পেটিংয়ের কাজে বিটুমিন কম দেওয়া এবং সারফেস ফিনিশিং ভালোভাবে না করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এলজিইডির কুষ্টিয়ার মিরপুর উপজেলার জিকেআরআইডিপি প্রকল্পের ২০২৩-২৪ অর্থ বছরের কুর্শা ভিলেজ রোডের অন্তর্ভুক্ত শ্রীরামপুরের জহুরুলের বাড়ি-কুর্শা বাজার সড়ক ১৪৩০ মিটার রাস্তার কাজে এই অনিয়মের অভিযোগ উঠেছে। মোট প্রকল্প বরাদ্দ ১ কোটি ৪৭ লাখ টাকা। জানা গেছে, এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান আনিসুর রহমান প্রো. মো. আনিসুর রহমান। কিন্তু একাজটি করেছেন দিপু ঠিকাদার। এই কাজটি শুরুর তারিখ ছিল ০১/০১/২০২৪ইং এবং শেষ হওয়ার তারিখ ছিল ৩০/০৯/২০২৪ ইং। কাজটী মাস দেরীতে সম্পন্ন হয়েছে। স্থানীয়রা জানান, শ্রীরামপুর জহুরুলের বাড়ি থেকে কুর্শা বাজার সড়ক থেকে নির্মাণ কাজের এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এই ঠিকাদারের বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের কাটা মাটির মিশ্রিত বালি দিয়ে বক্স না করেই নিম্নমানের ইট খোয়াসহ নির্মাণ সামগ্রী ব্যবহার করছে রাস্তায়। এলাকাবাসী ও স্থানীয়রা অভিযোগ করেন, গত সরকারের আমলে রাস্তায় খোয়া খারাপ দিলেও কিছু বলতে গেলে আওয়ামী লীগের প্রভাব দেখাত। আরও অভিযোগ করেন, উন্নয়নমূলক কাজের জন্য সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। এ রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তাটি ভেঙে যাবে। একদিকে কার্পেটিং করে যাচ্ছে, কিছু জায়গায় কার্পটিং ঊঠে যাচ্ছে। তাছাড়াও ফিনিশিং ভালো করছে না। সরেজমিনে যেয়ে দেখা যায়, সড়কের কার্পেটিং কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে। কিছু জায়গায় স্থানীয়রা পা দিয়ে ঘষা দিলেও পিচ উঠে যাচ্ছে। সারফেস ফিনিশিং ভালো হচ্ছে না। এ বিষয়ে উক্ত কাজের উপ-সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, ঠিকাদার দিপু কথাও ঠিকমত শোনেননি। এ বিষয়ে মিরপুর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান জানান, 'বিষয়টি সরেজমিনে যেয়ে দেখব।'