বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিবকে যোগদানে শিক্ষার্থীদের বাঁধা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

বরিশাল অফিস
বরিশাল শিক্ষা বোর্ডের সদ্য নিয়োগ পাওয়া সচিবকে যোগদান করতে দেননি শিক্ষার্থীরা। গত সোমবার বিকেলে নতুন সচিব যোগদান করতে পারেন এ খবরে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করায় নব পদায়নকৃত সচিব ড. ফাতেমা হেরেন যোগদান করতে পারেননি। পরে শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক দাবি করে আকবর মুবিন বলেন, 'ড. ফাতেমা হেরেন ইসলামবিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর। তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবেও যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তখন আমরা তাকে প্রতিহত করেছি। বোর্ডে আবার সচিব হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ খবর শুনে আমরা বোর্ড চেয়ারম্যানকে বলেছি, ড. হেরেনের এই আদেশ বাতিল করতে হবে।' জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, ছাত্র সমন্বয়করা তার কার্যালয়ে এসেছিলেন। তারা সদ্য নিয়োগ পাওয়া সচিব ড. ফাতেমা হেরেনের আদেশ বাতিলের দাবি তুলেছেন। তিনি ছাত্রদের এ দাবি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় জানিয়েছেন। ড. ফাতেমা এখন পর্যন্ত যোগদান করতে আসেননি।