'সাটিফিকেট বিতরণ হচ্ছে দক্ষ মানুষ বা শিক্ষার্থী তৈরি হচ্ছে না'

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (অর্থ) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, 'তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসছে। ফলে আমার প্রয়োজনীয়তা আমাকেই নিশ্চিত করতে নিজেকে সময়ের সঙ্গে উন্নয়ন করতে হবে। দক্ষ মানুষ সম্পদ ছাড়া আমরা অর্থনৈতিক, সামাজিক কোনটার প্রবৃদ্ধি অগ্রগতি ঘটাতে পারবো না। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাটিফিকেট বিতরণ হচ্ছে; তবে দক্ষ মানুষ বা শিক্ষার্থী তৈরি হচ্ছে না। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে যার জায়গায় যে বিষয়ে দক্ষ সেটাকে কাজে লাগাতে হবে।' যশোরে নারী উদ্যোক্তাদের নিয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সার্টিফিকেট কোর্স অবহিতকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সোমবার শহরের ধর্মতলাস্থ প্রিজম হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কীল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাছুম বিলস্নাহ। প্রিজম হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কীল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যশোরের অধ্যক্ষ মুসলিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের উপদেষ্টা মফিজুর রহমান মফিজ, উৎসব টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক অজয় দত্ত প্রমুখ।