ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে মঞ্জুরিকৃত ৬০ লাখ টাকার চেক বিতরণ ও হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ'র ট্রাস্টি বোর্ড কর্তৃক এসব চেক বিতরণ করা হয়। বিআরটিএ'র ঝিনাইদহ সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। সে সময় উপস্থিত ছিলেন বিআরটিএ ঝিনাইদহের সহকারী পরিচালক মইনুল ইসলাম, মোটরযান পরিদর্শক এস এম সবুজ, তারিক হাসান, সাংবাদিকবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।