'আমি ভৌতিক মিথ্যা কাল্পনিক মামলা থেকে বাঁচতে চাই'
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
দিনাজপুর প্রতিনিধি
'দেশের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে অজ্ঞাত একটি মহল আমার বিরুদ্ধে অজানা কারণে কোন এক অসৎ উদ্দেশে একের পর এক মিথ্যা মামলা করছে। এরই মধ্যে আমার বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে। যে ঘটনাগুলোর সঙ্গে আমার বা আমার পরিবারের কারো সম্পর্ক নেই। যারা মামলা করেছে তাদেরও আমি চিনি না।
এমন কি মামলাগুলোতে যাদের আসামি করা হচ্ছে তাদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। কি কারণে এই ভৌতিক মামলাগুলো আমার বিরুদ্ধে করা হচ্ছে তাও জানতে পারছি না। আমি এসব ভৌতিক মামলা থেকে বাঁচতে চাই।'
মঙ্গলবার দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দিনাজপুর পৌর শহরের বাহাদুর বাজার এলাকার শাকিল আহম্মেদের স্ত্রী লুৎফর নাহার বর্ণি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার বিরুদ্ধে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে শহরের ছোট গুড়গলা এলাকার মো. রনি নামে এক ব্যক্তি মামলা করেছেন। মামলা নং ৩২। গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে কোতয়ালি থানায় মামলাটি রেকর্ড হয়েছে। মামলায় ৫৫ জনের নাম উলেস্নখ করা হয়েছে। যার মধ্যে আমার নাম দেওয়া হয়েছে ৩১ নাম্বারে। আমার ও আমার স্বামীর নাম ঠিক থাকলেও ঠিকানা দেওয়া হয়েছে মাতা সাগর। অথচ আমার বাড়ি শহরের বাহাদুর বাজারে।
একইভাবে একই কোর্টে শহরের ঈদগাহবস্তি এলাকার মৃত মমতাজুর রহমানের স্ত্রী মাহবুবা আকতার আরেকটি মামলা করেছেন। যার মামলা নং সিআর-২৬। এই মামলাটি কোতয়ালী থানায় গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে রেকর্ড করেছে। তাকেও আমি চিনি না। এই মামলায় ৩৩ নাম্বারে আমার নাম দেওয়া হয়েছে। মামলাগুলো পুলিশ তদন্ত ছাড়াই রেকর্ড করেছে।'
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি একজন নারী। আমি কোন রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নই। তবে আমার আত্মীয় স্বজন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃত্ত। যেহেতু আমি কোন রাজনীতি করি না, তাহলে আমার বিরুদ্ধে বিগত সরকারের লোকজনের সঙ্গে জড়িয়ে কেন মামলা হবে এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। এরই মধ্যে আমার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মামলায় যে ঘটনাগুলো উলেস্নখ করা হয়েছে, সে গুলোর সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।'
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি এই ভৌতিক মামলাগুলো থেকে পরিত্রাণ চাই।'