'শিক্ষাকে এগিয়ে নেওয়াই আমার একমাত্র দায়িত্ব'
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শিক্ষাকে সার্বিক সহযোগিতা করে এগিয়ে নেওয়াই আমার একমাত্র দায়িত্বস বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর শিবনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত পরিচালনা পর্ষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর জান্নাত তাজুলস্নাহ, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মোস্তুফা আমিনুল হক, সরারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন মিয়া, আলে মোঃ আলম, লিটন ভূইয়াসহ সরারচর ইউনিয়ন বিএনপি, ছাত্র দল, যুব দল, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সীতা রানী দত্ত।