সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

প্রতিনিধি
মিলাদ মাহফিল ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনার আদর্শ শিশু বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুর রহমান খানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মতিয়র রহমান খান, আব্দুল ওয়াহেদ, এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, শিক্ষক প্রতিনিধি লিটন চন্দ্র পন্ডিত প্রমুখ। মালামাল বিতরণ ম স্টাফ রিপোর্টার, নীলফামারী তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী সদর উপজেলায় ২০লাখ টাকার মালামাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বার্ষিক উন্নয়ন কর্মসুচি (এডিবি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (ইউপিডিএফ) এর সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ইউএনও আশরাফুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী বিরল রায়। বিশেষ অতিথি ছিলেন এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন প্রমুখ। নাগরিক সমাবেশ ম স্টাফ রিপোর্টার, রাজবাড়ী রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সোমবার বিকেলে শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা। রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি মুহাম্মদ সাইফুলস্নাহ প্রমুখ। বিনামূল্যে চিকিৎসা ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নে আয়োজনে অসহায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত সোমবার মগবান ইউনিয়নের বরাদম আর্মি পোস্টের দূর্গম এলাকা দুলুছড়ি, কুকুজ্যাছড়ি,কেরকাটাতে বসবাসকারী অসহায় দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা সভা ম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আতাহার শাকিল, শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল, মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলী, শ্রীপুরের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, সিরাজুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম প্রমুখ। স্মরণ সভা ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ি রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূইয়ার ৯ম মৃতু্যবার্ষিকী পালন উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রামগড় বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রামগড় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া, জেলা সহ সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন প্রমুখ। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা কাজল গ্রেপ্তার ম নারায়ণগঞ্জ প্রতিনিধি নিষিদ্ধ সংগঠন নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে ফতুলস্না কোতালের বাগ মাদ্রাসা মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুল ইসলাম কাজল ফতুলস্নার কোতালেরবাগ এলাকার শফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুলস্না উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ১১ টার দিকে কোতালেরবাগ মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজলকে গ্রেপ্তার করে। ফতুলস্না মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের উপর গুলি করে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংর্বধনা ম জয়পুরহাট প্রতিনিধি তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের বিদায়ী সর্ম্বধনা দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। মঙ্গলবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শিক্ষকদের সর্ম্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইয়েদুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা। সভায় ২২ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সন্মাননা ও উপহার সামগ্রী প্রদান করে বিদায়ী সর্ম্বধনা দেওয়া হয়। পার্বতীপুরে রেলওয়ে ক্রসিং গেটে ট্রাক বিকল ট্রেন চলাচল বিঘ্নিত ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদিবাড়ীর রেলওয়ে লেভেল ক্রসিং গেটে একটি ইউরিয়া সার বোঝাই ট্রাক লেভেল ক্রসিং গেট অতিক্রম করার সময় হঠাৎ চাকার স্প্রীং ভেঙে বিকল হয়ে পড়লে পার্বতীপুর থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা ধরে চেষ্টার পর বিকল ট্রাকটি লেভেল ক্রসিং গেট থেকে অপসারণ করা হলে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার এই অচলাবস্থার ঘটনাটি ঘটে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ঘটনার দিন ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক পার্বতীপুর বাফার গোডাউনে আসার পথে মাত্রাতিরিক্ত ইউরিয়া সার থাকায় ট্রাকটি হলদিবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং গেট অতিক্রম করার মুহুর্তে বিকল হয়ে পড়ে। এ সময় পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বিঘ্নিত হয়। প্রায় তিন ঘন্টা ধরে প্রচেষ্টার পর রেলওয়ে লেভেল ক্রসিং গেট থেকে ট্রাকটি অপসারণ করার পর এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডা. রশ্মি চাকমা ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) হিসেবে যোগদান করেছেন ডা. রশ্মি চাকমা। মঙ্গলবার সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন, স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, ডা. ফারজানা কালাম, ডা. সুমাইয়া আক্তার, ডা. আনিসুল হক, ডা. তানিয়া সুলতানা, ডা. আবির আমান, নার্সিং সুপারভাইজার কৃষ্ণা বড়ুয়া, তাপসী দাশ, সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগম, হিসাব রক্ষক অপর্ণা পাল, পরিসংখ্যানবিদ মহিউদ্দিন সিকদার, এমটি ইপিআই আব্দুর রাজ্জাক, স্টোর কিপার আহসান হাবিব, ক্যাশিয়ার শহিদুল ইসলাম, অফিস সহকারী আবু আহমদ মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। লাখাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের লাখাইয়ে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে প্রয়াস চালানোর আহবান জানিয়ে ইউএনও নাহিদা সুলতানা বলেন, 'তরুণরাই একদিন পৃথিবী বদলে দিবে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। একইদিন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ইউএনও নাহিদা সুলতানা। আর্থিক অনুদান ম বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির উদ্যোগে মৃত মালিক সদস্যের পরিবারের মধ্যে এককালীন আর্থিক অনুদান প্রদান ও মাসিক লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সমিতির বগুড়া চারমাথাস্থ প্রধান কার্যালয়ে মনোয়ারুল হক মিল্টনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ, সড়ক সম্পাদক সেলিম রেজা, পরিবহন মালিক জহির রায়হান, শাহিনুর রহমান শাহিনসহ অন্যান্যরা। গণসংবর্ধনা প্রদান ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে সদ্য মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্য রেজাউল করিমকে গণসংবর্ধনা দিয়েছে সাধারণ মানুষ। মঙ্গলবার উপজেলার বিষ্ণুপুর সরকারী এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিডিআর কল্যান পরিষদের সমন্বয়ক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহাম্মেদ, সমাজ সেবক সাইদুর রহমান, প্রভাষক সাহিনুর ইসলাম, বিএনপি কর্মী মানিক প্রমুখ। প্রযুক্তি সপ্তাহ শুরু ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন ইউএনও শবনম শারমিন। উপস্থিত ছিলেন এসিল্যান্ড রিদওযান আহমেদ রাফি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, একাডেমিক সুপারবাইজার স্বপ্না বেগম প্রমুখ। ক্যাম্পেইন অনুষ্ঠিত ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের মেলান্দহে সুষম খাদ্য গ্রহণ ও নির্বাচনের লক্ষ্যে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন এবং বসতবাড়িতে পুষ্টি বাগান স্থাপনের লক্ষে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুরমুট ইউনিয়নের সাহেববাড়ি ঈদগাহ মাঠে উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর বিজন কুমার দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলান্দহ এসিল্যান্ড তাসনীম জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক, কৃষি কর্মকর্তা আব্দুলস্নাহ আল ফয়সাল প্রমুখ। মেলা উদ্বোধন ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মেলা উদ্বোধন করেন ইউএনও মাসুদ রানা। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, উপজেলা জামায়াতের আমীর মওলানা শফিকুলস্নাহ, বীর মুক্তিযোদ্ধা নওশদে আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন উপস্থিত ছিলেন। চেক বিতরণ ম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরন কর্মশালা ও প্রশিক্ষনার্থীদের ভাতার চেক এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গত সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সুইচিং মং মারমা। বিজনেজের প্রশিক্ষক রিমঝিম সরকার সৃষ্টির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা ইমরান হোসেন সোহাগ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, পলস্নী বিদু্যতের ডিজিএম নিরাপদ দাস প্রমুখ। বিজ্ঞান মেলা শুরু ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর চারঘাটে দুইদিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করে। ইউএনও জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম প্রমুখ। পুরস্কার বিতরণ ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি দাউদকান্দিতে ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সুমন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নাঈমা ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড রেদওয়ান ইসলাম, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শওগাত চৌধুরী পিটার, প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম। সাংস্কৃতিক প্রতিযোগিতা ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ইউএনও কোহিনুর জাহান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ওসি এস এম আলমগীর কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামান, জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা আমীর এবিএম তৈয়বুর রহমান প্রমুখ।