তাহমিনা রুশদী লুনা
ক্ষমতা স্থায়ী করার জন্য হাসিনা ইলিয়াস আলীকে গুম করে
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
শাবি প্রতিনিধি
ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা স্থায়ী করার জন্য ইলিয়াস আলীকে গুম করেছে বলে মন্তব্য করেছেন ইলিয়াসের সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহমিনা রুশদী লুনা। মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিপস্নবী সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত ২৪-এর শহীদ স্মরণে দোয়া ও জিয়াফত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাহমিনা রুশদী লুনা বলেন, 'ইলিয়াস ছিলেন মাটি, মানুষের নেতা। তিনি এদেশের মানুষকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একতাবদ্ধ করেছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার সবকিছুতেই দলীয়করণ করেছিল। বিশ্ববিদ্যালয়ের নামধারী অনেক শিক্ষক আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে।'
তিনি বলেন, 'আমরা যে দলই করি না কেন আমাদের ন্যায়বোধ থাকতে হবে। ন্যায়, বিবেকবোধ হারিয়ে ফেললে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।'
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মো সাজেদুল করীম বলেন, 'আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। এতে ছাত্রসমাজের অবদান ছিল সবচেয়ে বেশি। শিক্ষক হিসেবে আমরা ছাত্রদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ৫ আগস্ট পরবর্তী প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে অনন্য মর্যাদায় নিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।'
সভায় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জামাল উদ্দীন, শাহপরান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মুহম্মদ আব্দুল কাদির, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহম্মেদসহ অন্যরা।