দুই জেলায় আরও চারজনের মৃতু্য

মণিরামপুরে ট্রাক চাপায় দুই নারীসহ তিনজন নিহত

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
যশোরের মণিরামপুর সড়কে ট্রাক চাপায় দুই নারীসহ তিন জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কুষ্টিয়ার দৌলতপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র ও নীলফামারীর জলঢাকায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আরও দুইজন নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের মণিরামপুর সড়কে দ্রম্নতগামী ট্রাকের চাপায় ভ্যান চালক ও দুই নারী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মুন্সিখানপুরের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতান (৪২), শ্যালিকা মীম খাতুন (২২) এবং ফদেইপুর গ্রামের ভ্যান চালক মোসলেম হোসেন (৫৫)। জানা যায়, রূপা খাতুন ও তার ছোট বোন মীম খাতুন উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের সামনে অবস্থিত জিনিয়া প্যাথলজি থেকে মেডিকেল রিপোর্ট নিয়ে ভ্যানে করে চিনাটোলামুখী যাচ্ছিলেন। এ সময় যশোরমুখী দ্রম্নতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাপায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যান চালক মোসলেম হোসেন ও ভ্যানের যাত্রী উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রূপা খাতুনের মৃতু্য ঘটে। আহত মীম খাতুনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ায় প্রতিমধ্যে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী ও উদ্ধার কাজে নিয়োজিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সাফায়াত হোসেন। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পলস্নীতে মোটর সাইকেল দুর্ঘটনায় বাঁধন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই সহপাঠি আহত হয়। আহতদের মধ্যে নাবিলকে (১৫) ঢাকায় নেওয়া হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি-ময়রামপুর সড়কের মহিষকুন্ডি কলেজ সংলগ্ন এলাকায় এ র্দুঘটনা ঘটে। নিহত বাঁধন উপজেলার মহিষকুন্ডি কলেজ পাড়া গ্রামের সিলন হোসেনের ছেলে। আহত অপর দুই সহপাঠি উপজেলার মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রামের কামরুল ইসলাম সোহেলের ছেলে সামিউল (১৪) ও মুসলিমনগর গ্রামের নিয়ামুল ইসলামের ছেলে নাবিল (১৫)। তারা তিনজনই স্থানীয় মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঁধন তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে মহিষকুন্ডি কলেজ পাড়া থেকে ময়রামপুরগামী সড়কে যাচ্ছিল। পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে বাঁধন নিহত হয়। বুধবার ভোরে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাবিল। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করেছেন। জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর জলঢাকায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে জলঢাকা ডালিয়া সড়কে আল আকসা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যঘাট এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৬০) ও ইজিবাইক চালক মো. রনি (১৮)। জানা যায়, গোলমুন্ডা থেকে জলঢাকা গামী একটি ইজিবাইক এবং জলঢাকা থেকে ডালিয়াগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীরা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে চিকিৎসক ইজিবাইকে থাকা যাত্রী আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। এদিকে, ইজিবাইক চালক রনি ও যাত্রী আ. গফুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃতু্য হয়। এ ঘটনায় নিহত আব্দুস সালামের ভাতিজা খায়রুল ইসলাম বাদী হয়ে ট্রাক চালক কারিমুল ইসলামকে (২৩) আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৭। তারিখ ২৯.০১.২৫।